Feature

দেশের একমাত্র শহর যেখানে ট্রাফিক সিগনাল নেই, বিশ্বেও এই শহর প্রসিদ্ধ

দেশ এখন গতির সঙ্গে ছুটছে। আর এই গতির দুনিয়ায় পরিবহণ এক বড় হাতিয়ার। কিন্তু দেশে এমনও একটি শহর রয়েছে যেখানে কোনও ট্রাফিক সিগনাল নেই।

ভারতে এমন একটি শহর রয়েছে যা স্মার্ট সিটির তালিকায় পড়ে। কিন্তু সেখানে কোনও ট্রাফিক সিগনাল নেই। চওড়া রাস্তা ছড়িয়ে আছে শহর জুড়ে। কিন্তু তা ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করছেনা। এখানে বলা হচ্ছে দুর্ঘটনা এড়িয়ে এক সুন্দর যাত্রা নিশ্চিত করতেই সিগনাল না রাখার ভাবনা।

এখানে এমনভাবে রাস্তায় গাড়ি চলাচলের দিক নির্ণয় করা হয়েছে, যাতে ট্রাফিকের কারণে কোনও সমস্যা না হয়। ভারতে এটি একমাত্র শহর যেখানে ট্রাফিক সিগনাল নেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাজস্থানের কোটা শহরটা চম্বল নদীর ধারে অবস্থিত এক বর্ধিষ্ণু জনপদ। এখানকার অট্টালিকা, চম্বলের ধারের অট্টালিকা সৌন্দর্য, নানা সুন্দর স্থাপত্য নজর কাড়ে।

এই শহরে কিন্তু কোনও রাস্তায় ট্রাফিক সিগনাল দেখা যায়না। ভারত লাগোয়া দেশ ভুটানের থিম্পু শহরে ট্রাফিক সিগনাল সেই। বিশ্বের এই শহর ট্রাফিক সিগনালহীন প্রথম শহর হিসাবে পরিগণিত হয়। তারপরই বিশ্ব তালিকায় জায়গা হয়েছে কোটা শহরের।

বিশ্বের মধ্যে থিম্পু ছাড়া কোটা এমন এক শহর যেখানে ট্রাফিক সিগনাল নেই। অথচ এখানে গাড়ি চলাচলে তারজন্য সমস্যা হয়না। যদিও কোটা শহরের কোথাও কোথাও যানজটের চিত্র সামনে আসে। তবে সিগনাল না থেকেও যেভাবে এ শহরের যান চলাচলকে সুগম রাখার কথা ভাবা হয়েছে তা বেশ নজরকাড়া।

কোটা শহরের এই ট্রাফিক সিগনাল ছাড়া পরিবহণ ব্যবস্থাকে সচল রাখার প্রয়াস আগামী দিনে অন্য শহর প্রশাসনকেও এভাবে ভাবতে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *