৭০টি রহস্যময় বাঁকে ভরা এ পথের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে রোমাঞ্চের হাতছানি
পৃথিবীর বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে রোমাঞ্চের হাতছানি। তার কিছু স্নিগ্ধতায় ভরা। আর কিছু ভয়ঙ্কর সুন্দর। দেশের এই পাহাড়ি পথে রয়েছে ৭০টি হাড় হিম করা বাঁক।
ভারত এক বিচিত্র দেশ। কি নেই এদেশে? পাহাড়, সমুদ্র, নদী, মরুভূমির সমাহারে তার সৌন্দর্য সবসময়েই নজরকাড়া। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু মানুষই দক্ষিণ ভারতে ছুটে যান। দক্ষিণ ভারতের পাহাড় মানেই সাধারণত সকলে উটি বা কুর্গের কথা বলেন। কিন্তু খুব কম মানুষই জানেন তামিলনাড়ুর বুকের ভিতর লুকিয়ে রয়েছে এক রহস্যময় পাহাড়।
মধ্য তামিলনাড়ুর নামাক্কাল জেলার একটি ছোট পর্বত কোল্লি পাহাড় বা কোল্লি মালাই। ৪৬.৭ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রাস্তাটি বেয়ে গাড়ি বা বাইক নিয়ে ছুটে চলা এক রোমহর্ষক অভিজ্ঞতায় ভরিয়ে দেয়।
এই পাহাড়ি পথের সবচেয়ে বড় বৈচিত্র্য হল এই পুরো পথে রয়েছে ৭০টি বাঁক। সাধারণ বাঁক নয়। একেবারে হেয়ার পিন বাঁক। এটি দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে কোল্লি মালাইতে অবস্থিত ভয়ঙ্কর রাস্তা।
২৫ তম বাঁক পর্যন্ত রাস্তাটি ভালো অবস্থায় থাকে। রাস্তাটির কিছু বাঁক এতটাই সরু যে সেখান দিয়ে কেবলমাত্র একটিই গাড়ি ঘুরতে পারে। রাস্তাটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যে সংযোগ স্থাপন করে। ব্রিটিশ আমলে বিখ্যাত হিল স্টেশনগুলিতে পৌঁছনোর জন্য রাস্তাটি তৈরি করা হয়েছিল।
রাস্তাটির প্রতি বাঁকে কোথাও সবুজে ঢাকা উপত্যকা আবার কোথাও চোখে পড়ে মেঘের ছায়া। পাহাড়ের বুকে রয়েছে হাজার বছরেরও বেশি পুরনো আরাপালিশ্বরার মন্দির। স্থানীয়দের বিশ্বাস দেবী এত্তুক্কাই এখানে দুষ্ট আত্মাদের ধ্বংস করে অশুভ শক্তির বিনাশ করেন।
মন্দিরের পাশেই রয়েছে আকাশগঙ্গা জলপ্রপাত। পাহাড়ের বুক চিরে যার জল প্রায় ৩০০ ফুট নিচে আছড়ে পড়ে। ৭০টি বাঁক যুক্ত পাহাড়ি এই রাস্তাটি রোমাঞ্চ প্রেমীদের জন্য একাধারে আশির্বাদ আবার চ্যালেঞ্জিংও। কোল্লি হিলস রোড ভারতের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসাবে পরিচিত।













