Feature

এদেশের এক পাহাড়ি শহরই হল বিশ্বের যোগ চর্চার রাজধানী

বিশ্বের যোগ চর্চার রাজধানী বলা হয় এ শহরকে। পাহাড়ি এ শহর শুধু যোগ চর্চার জন্য নয়, বিশ্বখ্যাত তার অপার সৌন্দর্যের জন্যও। এদেশেই রয়েছে এই অতি চেনা শহর।

Published by
News Desk

বিশ্বকে ভারতের দান যোগ চর্চা। এটা মেনে নিয়ে বিশ্বজুড়ে ২১ জুন তারিখটিকে প্রতিবছর বিশ্ব যোগ দিবস হিসাবে পালনও শুরু হয়েছে। ভারতীয় প্রাচীন যোগ চর্চাকে জানতে, শিখতে এখন বিশ্বের তাবড় দেশে ছড়িয়ে পড়েছে যোগ চর্চা কেন্দ্র। ভারতের দান এই প্রাচীন যোগ চর্চার রাজধানী এদেশেই রয়েছে।

বিশ্ব যোগ চর্চার রাজধানী বলা হয় এই হিমালয়ের পাদদেশের অতি সুন্দর শহরকে। প্রকৃতি এখানে ২ হাতে যেন সৌন্দর্য বিলিয়ে দিয়েছে চারধারে। সেই শহর আবার এ দেশে আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।

হিমালয়ের কোলে অবস্থিত সেই হৃষীকেশকে বলা হয় বিশ্ব যোগ চর্চার রাজধানী। কিন্তু কেন উত্তরাখণ্ডের হৃষীকেশকেই এই তকমা দেওয়া হল? তারও কারণ রয়েছে।

হিমালয়ের কোলের এই অপরূপ স্থান হৃষীকেশে অনেকগুলি যোগ চর্চা কেন্দ্র রয়েছে। যেখানে সারাবছর ভারতের নানা প্রান্ত থেকে তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন কোণা থেকে মানুষের ঢল লেগে থাকে।

এই যোগ চর্চা কেন্দ্রগুলিতে তাঁরা আসেন যোগ ও ধ্যান চর্চা করতে। শিখতে কেমন করে এগুলি সঠিকভাবে রপ্ত করতে হয়। হিমালয়ের কোলে সবুজ পাহাড় ঘেরা প্রকৃতির কোলে এক অনন্ত নিরিবিলি তাঁদের যোগ চর্চা ও ধ্যানে মগ্ন হতে বাড়তি সাহায্য করে।

এছাড়া যোগ চর্চা ও ধ্যান চর্চার সঠিক পদ্ধতিও এই যোগ চর্চা কেন্দ্রগুলিতে শেখানো হয়। সব মিলিয়ে আশপাশের প্রকৃতি পরিবেশ ও প্রশিক্ষণ এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে টেনে আনে যোগ চর্চা করতে। আর তাই অচিরেই এই শহর হয়ে উঠেছে বিশ্ব যোগ চর্চার রাজধানী।

Share
Published by
News Desk

Recent Posts