World

মাটি খুঁড়তেই বেড়িয়ে এল রহস্যময় ট্রেন

প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে নানা জিনিস উদ্ধার করেন। তবে আস্ত ট্রেনের কামরা উদ্ধার সকলকে চমকে দিয়েছে। তা ওখানে এল কীভাবে সেটাই এখন রহস্য।

Published by
News Desk

প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে গবেষণার কাজ চালান। খোঁজ চালান ঐতিহাসিক কিছু পাওয়ার আশায়। এভাবে মাটি খুঁড়ে এবার তাঁরা যা পেলেন তাও ঐতিহাসিক, তবে অতিকায়। মাটি খুঁড়ে তাঁরা পেয়ে গেলেন একটি ট্রেনের কামরা।

লাল রংয়ের ট্রেন। দেখে এটা সকলের কাছে পরিস্কার যে সেটি ১০০ বছরের পুরনো। বিষয়টি আরও নিশ্চিত করেছে ট্রেনের গায়ে আঁকা এলএনইআর লোগো। এই এলএনইআর ছিল ব্রিটিশ রেলওয়ের অংশ। যা একসময় ব্রিটেনে চালু ছিল।

১৯৩০ সালের পর এলএনইআর আর এই ধরনের লাল রংয়ের কামরা ব্যাবহার করেনি। কাঠের তৈরি ওই কামরা মাটির তলায় কেন পাওয়া যাবে সে প্রশ্নের চেয়েও এখন বড় হয়ে উঠেছে সেটা ওখানে এল কোথায় থেকে।

কারণ ব্রিটেনের এই রেল কামরা পাওয়া গিয়েছে বেলজিয়াম থেকে। হিসাব বলছে ব্রিটেনের যে অংশে এই রেল চালু ছিল, সেখান থেকে প্রায় ৫০০ মাইল দূরে একটি জায়গায় কামরাটি মাটির তলা থেকে উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হল ব্রিটেনের ওই রেলের কামরা বেলজিয়ামে পৌঁছল কীভাবে।

ট্রেনের কামরাটি মাটির তলায় অক্ষত অবস্থায় থাকলেও তা উদ্ধারের সময় কামরাটির ক্ষতি হয়েছে। মাটির তলা থেকে বার করে সেটিকে সরাতে গিয়ে তার অনেক জায়গা ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কামরাটি।

মাটির তলা থেকে উদ্ধার হওয়া ট্রেনের কামরা, ছবি – সৌজন্যে – এলএনইআর ডট কো ডট ইউকে

তবে গবেষণা চলছে। কীভাবে ওই কামরা বেলজিয়ামে পৌঁছল তা খতিয়ে দেখা হচ্ছে। এটাও দেখা হচ্ছে যে সেটি মাটির তলায় হারিয়ে গেল কীভাবে।

Share
Published by
News Desk

Recent Posts