Business

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি বিকে বিড়লা

ভারতে ধনী বোঝাতে পুরনো একটা কথা প্রচলিত। টাটা, বিড়লার মত সম্পত্তি। হয়তো এখন আম্বানি যোগ হয়েছে। তবে টাটা, বিড়লা এখনও দেশের ধনী হিসাবে মিথ হয়ে আছেন। সেই বিড়লা গ্রুপের সুযোগ্য সন্তান ছিলেন শিল্পপতি বসন্ত কুমার বিড়লা। শিল্প জগতে যিনি বিকে বিড়লা নামেই পরিচিত ছিলেন। দেশের প্রথমসারির শিল্পপতি সেই বিকে বিড়লা বুধবার মারা গেলেন। মুম্বইতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। তবে খুব বেশিদিন তাঁকে ভুগতে হয়নি। বুধবার বিকেলে এই কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটল। ঘুমের দেশে চলে গেলেন ভারতীয় ব্যবসা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বসন্ত কুমার বিড়লা। রেখে গেলেন ২ মেয়ে জয়শ্রী মোহতা ও মঞ্জুশ্রী খৈতানকে। রেখে গেলেন নাতি কুমারমঙ্গলম বিড়লাকে। যিনি এখন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিকে বিড়লার পিতা ছিলেন বিশিষ্ট শিল্পপতি জি ডি বিড়লা। সেই ঘনশ্যাম দাস বিড়লার ছোট ছেলে ছিলেন বসন্ত কুমার বিড়লা। মাত্র ১৫ বছর বয়সে বাবার হাত ধরে ব্যবসা জগতে পা রাখেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ক্রমশ নিজের দক্ষতায় ব্যবসার ধাপ পার করতে করতে বিড়লা গ্রুপকে আরও ওপরে তুলে নিয়ে যান। নিজের প্রতিভাগুণে তিনি ব্যবসাকে সাম্রাজ্যের রূপ দিয়েছেন। বিকে বিড়লার হাত ধরেই তৈরি হয়েছে কেশোরাম ইন্ডাস্ট্রিজ, সেঞ্চুরি টেক্সটাইলস, কেসি ট্রাস্ট। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেন তিনি।

কলকাতাতেই জন্ম বিকে বিড়লার। এখানেই বড় হয়ে ওঠা। তাই এই শহরেই তাঁর শেষকৃত্যও সম্পন্ন হবে। মুম্বইতে মৃত্যু হয়েছে বুধবার। দেহ আনা হবে কলকাতায়। তারপর এখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বসন্ত কুমার বিড়লার। বিকে বিড়লা একজন সফল শিল্পপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন ভাল লেখকও। অনেকগুলি বই লিখেছেন তিনি। জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁর পথচলা নিয়ে একটি আত্মজীবনীও লেখেন বসন্ত কুমার বিড়লা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *