World

ভাঙল পার, ডুবল লঞ্চ!


বাংলাদেশে লঞ্চডুবিতে মৃত্যু হল ১০ জনের। এখনও ১১ জন নিখোঁজ। ফলে পুলিশের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাকি যাত্রীরা সাঁতরে পাড়ে ওঠেন বলে বাংলাদেশ পুলিশের তরফে জানান হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ১১টা নাগাদ বরিশালের বানারিপাড়া থেকে এমএল ঐশী নামে লঞ্চটি উজিরপুরের হারতারের দিকে যাচ্ছিল। সন্ধ্যা নদীর উপর দিয়ে ভেসে চলা লঞ্চটিতে ৫০ জন যাত্রী ছিলেন। পুলিশের মতে, যা লঞ্চটির বহন ক্ষমতার চেয়ে অনেক বেশি। পথে মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট এলাকায় নদীর ধার দিয়ে যাওয়ার সময় আচমকাই খাড়াই নদীপারের এক অংশ লঞ্চটির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই বিশাল ওজনের অতিকায় মাটির পাড়ের ধাক্কায় লঞ্চটি জলে ডুবতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তা জলের তলায় তলিয়ে যায়। ঘটনার প্রায় ৪ ঘণ্টার পর ডুবে যাওয়া লঞ্চটির সন্ধান পায় দমকল। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *