World

বাংলাদেশে পুলিশকর্তার স্ত্রীকে নৃশংসভাবে খুন


Bangladesh Murderবাংলাদেশের জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এক পদস্থ পুলিশকর্তার স্ত্রীকে কুপিয়ে খুন করল কয়েকজন দুষ্কৃতী। সূত্রের খবর, ভোরে ৩ বাইক আরোহী এসে প্রথমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তারপর গুলি করে হত্যা করে পালায়। এদিন সকালে তাঁর প্রথম শ্রেণির ছেলেকে স্কুলের বাস পর্যন্ত পৌঁছে দিতে সকাল পৌনে ৭টা নাগাদ বাড়ি থেকে বার হন বছর ৩৩-এর মেহমুদা আকতার। অভিযোগ সেই সময়েই বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে তাঁকে খুন করে পালায়। ছোট্টছেলেটির সামনেই তার মাকে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা। মৃতার স্বামী বাবুল আখতার এখন ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারে এসপি পদে কর্মরত। জঙ্গি দমনে বড় ভূমিকা নেওয়ায় তাঁর স্ত্রীকে এভাবে খুন করা হল বলে মনে করছে বাংলাদেশ পুলিশ।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *