স্কুলের ওপর ভেঙে পড়ল চিনের তৈরি যুদ্ধবিমান, ভয়ংকর পরিণতি
স্কুলে তখন ক্লাস চলছিল। সেই স্কুলের ওপর ভেঙে পড়ল একটি যুদ্ধবিমান। যেটি চিনের তৈরি। স্কুলে পড়তে পড়তে চলে গেল প্রাণ।

স্কুলে তখন পড়াশোনা চলছিল পুরোদমে। ক্লাস হচ্ছিল। পড়ুয়ারা শিক্ষকদের পড়া শুনছিল। এদিকে সেই সময় আকাশে নিয়ন্ত্রণ হারিয়েছে একটি যুদ্ধবিমান। সেটি সোজা নেমে আসে। তারপর আছড়ে পড়ে স্কুলের ওপর।
যুদ্ধবিমান স্কুলের ওপর আছড়ে পড়ার পর দাউদাউ করে জ্বলে ওঠে স্কুল চত্বর। আগুনের লেলিহান শিখা আর আর্তনাদে চারধারের পরিবেশ বদলে গেল অচিরেই। শুরু হয় ছোটাছুটি। আগুন নেভানোর চেষ্টাও শুরু হয়।
এই দুঃস্বপ্নের মত ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায়। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনটির ওপর স্থানীয় সময় দুপুর দেড়টার সময় বিমানটি আছড়ে পড়ে।
বাংলাদেশ বায়ুসেনার এফ-৭ বিজিআই ট্রেনিং এয়ারক্রাফটটি চিনের তৈরি। যেটি বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণে কাজে লাগছিল। এটি ১টা ৬ মিনিটে আকাশে ওড়ে। কিন্তু দেড়টায় নিয়ন্ত্রণ হারায়। তারপর নেমে আসে স্কুল বাড়িটির ওপর।
১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ঘটনা। যারমধ্যে ১৬ জন পড়ুয়া, ২ শিক্ষক ও বিমানের পাইলট রয়েছেন। তবে এটা প্রাথমিক রিপোর্ট। এই সংখ্যা এখানে আটকে থাকতে নাও পারে। কারণ ১৬৪ জন আহত। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
৩ তলা ভবনটিতে সোজা এসে ধাক্কা মারে বিমানটি। তারপর আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ থেকে ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মচারিদের বার করার কাজ চলে সন্ধের পরেও। ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা