World

পাকিস্তানে গ্রেফতার প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক


Balochistanভারতীয় নৌসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করল পাক পুলিশ। পাকিস্তানের দাবি, বালুচিস্তান প্রদেশে ধংসাত্মক কার্যকলাপের সঙ্গে ওই ব্যক্তি জড়িত। তাদের আরও দাবি, প্রাক্তন ওই নৌসেনা আধিকারিক আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর আধিকারিক হিসাবে কাজ করছিলেন। যদিও পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের তরফে সাফ জানান হয়েছে যে কুলভূষণ যাদব নামে ওই প্রাক্তন নৌসেনা আধিকারিক আগেভাগেই নৌসেনা থেকে অবসর নেন। তারপর থেকে তাঁর সঙ্গে ভারত সরকারের আর কোনও যোগাযোগ ছিল না।


কুলভূষণকে এদিন বালুচিস্তানের চমন এলাকা থেকে গ্রেফতার করে পাক পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামাবাদে আনা হয়। কুলভূষণের বিরুদ্ধে একজন ‘র’ আধিকারিক হিসাবে বেআইনিভাবে পাকিস্তানে প্রবেশ ও বালুচিস্তান এবং করাচিতে ধংসাত্মক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বোম্বাওয়ালেকে সমন পাঠিয়েছে পাক বিদেশ মন্ত্রক।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *