National

বরফে সাদা হয়ে গেল বদ্রীনাথ, তাতেও ঢল নামছে ভক্তদের

সাদা হয়ে গেল উত্তরাখণ্ডের চারধামের এক ধাম বদ্রীনাথ। কিন্তু তার জন্য ভক্তের ঢলে বিরাম নেই। উপচে পড়ছে ভিড়। সঙ্গে উপরি পাওনাও মিলছে।

ভারতের উত্তরাখণ্ডের চারধামের এক ধাম সাদা বরফের চাদরে ঢেকে গেল। জোর তুষারপাত হওয়ায় মন্দির থেকে মন্দির চত্বর এখন সাদা বরফে লেপ্টে এক অন্য রূপ ধারণ করেছে। রয়েছে বৃষ্টিপাতেরও সম্ভাবনা। এমনই পূর্বাভাস।

পাহাড়ে তুষারপাত, সঙ্গে বৃষ্টি কখনওই খুব সুরক্ষিত যাত্রার ইঙ্গিত বহন করেনা। তবে ভক্তের ঢল দেখে তা বোঝার উপায় নেই। বদ্রীনাথ ধামে উপচে পড়ছে ভক্তের ঢল।

গত ৪ মে বদ্রীনাথ মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে গিয়েছিল। তা বন্ধ হয়ে যাবে নভেম্বরেই। তার আগে উপচে পড়ছে ভক্তের ভিড়। বদ্রীনাথ দর্শনের পুণ্যলাভের পাশাপাশি উপরি পাওনা তুষারপাতের আনন্দ।

সেই আনন্দে মশগুল পর্যটকেরা। এই তুষারপাত তাঁদের মনকে আশঙ্কা নয়, আনন্দে ভরিয়ে দিয়েছে। বদ্রীনাথ ধামে বর্তমানে সর্বোচ্চ পারদ মাইনাস ১ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। নিম্নতম তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রিতেও থাকছে।

বদ্রীনাথ ধাম বলেই নয়, নভেম্বরের শুরুতেই উত্তরাখণ্ডের চামোলি, তেহরি, পিথোরাগড়, দেরাদুন, রুদ্রপ্রয়াগ এবং উত্তরকাশীতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এখানে কুয়াশাও ছেয়ে আছে। পর্বতের উপরের দিকে তুষারপাত শুরু হয়ে গেছে। এই অবস্থায় পাহাড়ে যেতে সাধারণ মানুষকে মানাই করছে প্রশাসন।

প্রসঙ্গত বদ্রীনাথ মন্দিরের দরজা নভেম্বরে বন্ধ হওয়ার পর বদ্রীনাথের পুজো যোগ বদ্রীতে করা হবে। মন্দির থেকে এই যোগ বদ্রীতে বিগ্রহ ডোলি করে নিয়ে আসা হবে। যোগ বদ্রীই বদ্রীনাথের শীতকালীন আবাসস্থল। এখানেই হবে তাঁর পূজার্চনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *