World

বিমানে জন্ম, উপহার আজীবন বিনামূল্যে বিমানে ভ্রমণের টিকিট

বিমানের মধ্যে পৃথিবীর আলো দেখল এক শিশু। সেই সঙ্গে উপহার হিসাবে পেয়ে গেল আজীবন পরিবারকে সঙ্গে করে বিনামূল্যে বিমানে ঘোরার টিকিট। পৃথিবীর নতুন অতিথিকে পেয়ে বেজায় খুশি বিমান যাত্রীরাও। এই প্রসব কাণ্ডের জেরে বিমান গন্তব্যে পৌঁছতে দেরি করলেও তাতে বিন্দুমাত্র অসন্তোষ দেখাননি তাঁরা। বরং নিজেদের সঙ্গে যা কিছু শিশুটির কাজে লাগতে পারে সব দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেন বিমানের সহযাত্রীরা। ঘটনাটি ঘটেছে সেবু প্যাসিফিক এয়ারে।

দুবাই থেকে বিমানটি ফিলিপিন্স যাচ্ছিল। সেই বিমানে সফর করছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। চিকিৎসকরা তাঁকে প্রসবের দিন দিয়েছিলেন অক্টোবরে। ফলে অগাস্টের শেষে বিমান‌যাত্রায় কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেটাই হল। বিমানের মধ্যেই প্রসব যন্ত্রণা ওঠে ওই মহিলার। ফলে জরুরি ভিত্তিতে বিমান ঘোরানো হয় হায়দরাবাদের দিকে। বিমানের মধ্যে নার্স থাকায় দ্রুত তাঁরাই বিমানের মধ্যে একটি ঘর মত বানিয়ে ফেলেন। যেখানে পৃথিবীর আলো দেখে ছোট্ট শিশু। পরে যাত্রীদের জামাকাপড়, তোয়ালেতে মুড়ে খোশমেজাজে মায়ের কোলে শুয়ে পড়ে সে।

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের বিমানে এমন ঘটনা এই প্রথম। তাই উপহার হিসাবে ছোট্ট শিশুটিকে সারা জীবনে ১০ লক্ষ এয়ার মাইল বিনামূল্যে সফরের পয়েন্ট দিচ্ছে তারা। তবে একা নয়, পরিবারে সঙ্গেই এই সুবিধা উপভোগ করেত পারবে সে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *