National

ক্ষমা চাইলেন রামদেব, স্বাস্থ্যমন্ত্রীর কড়া চিঠিতেই কাজ

যোগগুরু বাবা রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসাকে কটাক্ষ করার পরই তাঁকে কড়া চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চিঠি পেয়েই ক্ষমা চেয়ে নিলেন যোগগুরু।

অ্যালোপ্যাথি চিকিৎসাকে একটি স্টুপিড সায়েন্স বলে আক্রমণ করেছিলেন যোগগুরু বাবা রামদেব। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় রেমডিসিভির, ফ্যাবিফ্লু ও অন্যান্য মান্যতা পাওয়া ওষুধ করোনা রোগীদের চিকিৎসায় কার্যকরী নয় বলে দাবি করেন যোগগুরু রামদেব। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

বিষয়টি নজরে আসতেই গত রবিবার যোগগুরু বাবা রামদেবকে কড়া চিঠি দেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর এই বক্তব্য করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও দেশের সাধারণ মানুষের মনোবলে ধাক্কা বলে ব্যাখ্যা করেন স্বাস্থ্যমন্ত্রী।

কোটি কোটি মানুষকে সুস্থ করে তুলেছে অ্যালোপ্যাথি ওষুধ বলেও জানান মন্ত্রী। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও রামদেবের এই বক্তব্যের কড়া সমালোচনা করে।

এরপরই তাঁর অ্যালোপ্যাথি সংক্রান্ত বক্তব্য ফিরিয়ে নেন বাবা রামদেব। জানান যদি তাঁর বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন তবে তিনি ক্ষমা চাইছেন।

রামদেব তাঁর বক্তব্য ফিরিয়ে নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান বক্তব্য ফিরিয়ে নিয়ে প্রাপ্তমনস্কের পরিচয় দিয়েছেন যোগগুরু।

বক্তব্য ফিরিয়ে নেওয়ার ফলে রামদেবের বক্তব্যের জন্য শুরু হওয়া সমালোচনায় ইতি পড়বে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More