পৃথিবীর প্রথম গরু যে নিজের প্রয়োজন মেটাতে নানা সরঞ্জাম ব্যবহার করে
মানুষ নানা সরঞ্জাম, যন্ত্র ব্যবহার করতে জানে। কিন্তু গরু তো জানেনা। এটাই এতদিন জানত পৃথিবী। কিন্তু সে ভুল ভেঙে দিল একটি গরু।
মানুষের সংস্পর্শে থাকা গৃহপালিত পশুরা বুদ্ধিমান হয় এটা জানা ছিল। তার উদাহরণও রয়েছে। আর গৃহপালিতদের মধ্যে অন্যতম প্রাণি গরু। গরু পৃথিবীর সর্বত্র পোষা হয়। সে গরুদের যত্ন তার মনিবদেরই নিতে হয়। অথবা সে তার নিজের প্রয়োজন নিজেই মেটায়।
যেমন গায়ে মাছি বসলে সে লেজের ঝাপটা মারে। রেগে গেলে গুঁতিয়েও দেয়। কিন্তু নিজের প্রয়োজন মেটাতে অন্য সরঞ্জাম ব্যবহার করে না। কারণ তার ব্যবহার সে জানেনা। এটাই এতদিন জানা ছিল বিশ্ববাসীর।
কিন্তু সে ভুল ভেঙে দিল ভেরোনিকা নামে একটি বাদামি গরু। পৃথিবীতে ভেরোনিকাই প্রথম এমন গরু যে নিজের প্রয়োজন মেটাতে সরঞ্জাম ব্যবহার করে। সে লম্বা লাঠি ব্যবহার করে। ব্রাশ ব্যবহার করে। ব্রাশের হ্যান্ডল আবার অন্য কাজে ব্যবহার করে।
বিশেষজ্ঞেরাও এটা দেখে হতবাক হয়েছেন যে অস্ট্রিয়ার একটি খামারে থাকা গরুটি একটি লাঠির সাহায্যে নিজের গা চুলকে নেয়। মুখ দিয়ে লাঠিটি চেপে ধরে তার যেখানে চুলকে নেওয়ার সেখানে খুঁচিয়ে নেয়।
আবার ব্রাশ দিয়ে তার দেহের যে অংশে সবচেয়ে বেশি লোম রয়েছে সেখানে আঁচড়ানোর মত করে। কিন্তু অনেক বেশি স্পর্শকাতর অঙ্গের অস্বস্তি মেটাতে সে ওই ব্রাশেরই উল্টোদিকে থাকা ধাতব অংশ ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে, ভেরোনিকাই পৃথিবীর প্রথম গরু যে বাইরের কোনও সরঞ্জামের সাহায্যে নিজের প্রয়োজন মেটায়।













