অস্ট্রেলিয়ার ড্যালি ওয়াটার্স পাব, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Andy Tyler
দোকান তো অনেক রয়েছে। তার খবর কে রাখে! কিন্তু একটি পানীয়ের দোকান রয়েছে যা দেখতেও বহু পর্যটক ভিড় জমান। দোকানটি প্রধানত একটি পাব। সেখানে বিয়ার পান করতে অনেকে হাজির হন। দোকানে আসার পর গ্রাহকদের একটি অনুরোধ করা হয়।
দোকানের অনুরোধ যিনিই আসছেন তিনি তাঁর তরফ থেকে কিছু একটা অন্তত দোকানে স্মৃতি হিসাবে রেখে যান। সে সামান্য কিছু হলেও হবে। যা এখানে আসা গ্রাহকরা মেনেও নেন।
বিদেশি পর্যটকেরা তাঁদের দেশের মুদ্রা দিয়ে যান। কেউ তাঁর দেশের জাতীয় পতাকা দিয়ে যান। কেউ পরিচয়পত্র দিয়ে যান। সে সবই লাগানো থাকে দোকানের কোথাও না কোথাও।
এই দোকানে ঢুকলে কিন্তু আরও একটি জিনিস নজর কেড়ে নেয়। দেখা যায় সিলিং থেকে ঝুলছে সারি দিয়ে ব্রা। মহিলাদের নানা রংয়ের এই অন্তর্বাস রীতিমত চমকে দিতে পারে। তবে সবই ব্যবহার করা।
এটা কোনও ব্রায়ের দোকান নয়। এখানে আসা মহিলা গ্রাহকদের অনেকে তাঁদের পরিধেয় ব্রাটি খুলে এখানে দিয়ে যান স্মৃতি হিসাবে। দোকানের চাহিদা মেনে কিছু একটা দিয়ে যাওয়ার জন্য তাঁরা নিজেদের পরনের ব্রাকেই বেছে নেন।
ফলে বহু মহিলার ব্রা এখন সিলিংয়ে ভিড় করে ঝোলে। মহিলারা স্বদিচ্ছায় নিজেদের ব্রা খুলে দিয়ে যান দোকানে। যা কোথাও রেখে না দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় দোকানের সিলিংয়ে।
তাই গ্রাহকরা মাথার ওপর তাকালে নানা রংয়ের অজস্র ব্রা দেখতে পান। যা সবই ব্যবহৃত। অস্ট্রেলিয়ার এই পাবটির নাম ড্যালি ওয়াটার্স পাব। যা পর্যটকদের কাছে বিশেষ এক আকর্ষণও।