World

সংসদে বসে সন্তানকে স্তন্যপান করালেন অস্ট্রেলিয়ান সেনেটর

কোনও রাষ্ট্রের পার্লামেন্টে বসে সন্তানকে স্তন্যপান করিয়ে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার সেনেটর ল্যারিসা ওয়াটার্স। পার্লামেন্ট চলাকালীনই তাঁকে তাঁর ২ মাসের কন্যাসন্তান আলিয়াকে দুধ খাওয়াতে দেখা যায়। সেই ছবি এখন ভাইরাল। গত বছরই সংসদের নিম্নকক্ষ সেনেটেও কাজ চলাকালীন মহিলা এমপিদের সন্তানকে স্তন্যদানে ছাড়পত্র দেয়। কিন্তু এখনও পর্যন্ত এই কাজটি কেউ বাস্তবে করেননি। অস্ট্রেলিয়ার বামপন্থী গ্রিন পার্টির এমপি ল্যারিসা একাজ করে কার্যত পথপ্রদর্শক হলেন।

তাঁর এই কাজকে সকলে সমর্থনই জানিয়েছেন। ল্যারিসা জানিয়েছেন, তিনি চান পার্লামেন্টে আরও মহিলারা আসুন, কাজ করুন। কর্মস্থলে পরিবারবান্ধব পরিবেশ ও সন্তানদের যত্নের ক্ষেত্রে আরও সুযোগের ব্যবস্থার পক্ষেও সওয়াল করেছেন এই অস্ট্রেলীয় সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button