Health

স্লিম হতে এই কাজটি করা ছাড়ুন, মেদ ঝরান

নব্য প্রজন্মের মধ্যে প্রেমটা নতুন কিছু নয়। কিশোর-কিশোরী থেকে যুবক-যুবতী, বা তার চেয়ে বেশি বয়সেও প্রেমের সম্পর্ক তৈরি হতেই পারে।

এক সময় করিনা কাপুর জিরো ফিগার করেছিলেন। তারপর থেকে ফিগার মেনটেন মানেই জিরো ফিগার করার নেশা অনেকের মধ্যেই চেপেছিল।

রোগা থাকা তো বর্তমান যুগে ফ্যাশনও বটে। আবার নব্য প্রজন্মের মধ্যে প্রেমটাও নতুন কিছু নয়। কিশোর-কিশোরী থেকে যুবক-যুবতী, এমনকি তার চেয়ে বেশি বয়সেও প্রেমের সম্পর্ক তৈরি হতেই পারে।


একদল গবেষক কিন্তু বলছেন, রোগাও থাকবেন আবার প্রেমও করবেন, ২টো একসঙ্গে হবে না! তাঁদের দাবি কোনও প্রেমের সম্পর্ক তৈরি হলে মহিলাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বাড়তে থাকে!

Woman
প্রতীকী ছবি

সম্প্রতি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি-র একদল দল গবেষক এমন দাবি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন। তাঁদের দাবি, প্রেমে পড়লে ওজন বাড়ার সম্ভাবনা বাড়তে থাকে। গত ১০ বছর ধরে প্রায় ১৫ হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকেরা।


তাহলে কী এবার শরীরকে রোগা রাখতে প্রেমে পড়া ছেড়ে দিতে হবে? এখন এর উত্তর তো দেওয়া কঠিন। এটা নেহাতই ব্যক্তিগত ব্যাপার। চয়েস একান্তই আপনার!

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button