World

বুকের ওপর কেউ যেন উঠে বসেছে, কি দেখতে গিয়ে হাড় হিম হয়ে গেল তরুণীর

বাড়িতে তাঁর ২টি কুকুর রয়েছে। ঘুমিয়ে থাকা তরুণী ভেবেছিলেন তাদেরই একটা হয়তো তাঁর বুকের ওপর এসে শুয়েছে। কিন্তু ঘুম ভাঙতে যা দেখলেন তাতে রক্ত জল হওয়ার জোগাড়।

তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় একসময় তিনি অনুভব করেন তাঁর বুকের ওপর একটা ভার। কেউ শুয়ে আছে। তরুণীর মনে হয় এ নিশ্চয়ই তাঁর পোষা কুকুরটি। সেই এসে তাঁর বুকের ওপর চেপে শুয়েছে। তাই ঘুমের ঘোরেই বুকে শুয়ে থাকা পোষ্যকে আদর করতে যান তিনি।

আর সেটা করতে গিয়েই প্রথম খটকাটা লাগে। ততক্ষণে তাঁর ঘুম ভেঙে গেছে। তাঁর স্বামী ঘরের আলো জ্বেলে তাঁকে শান্ত থাকার জন্য ইশারা করছেন।

এবার তরুণী যা দেখেন তাতে তাঁর রক্ত জল হওয়ার জোগাড় হয়। দেখেন তাঁর বুকের ওপর তাঁর পোষ্য নয় একটি অজগর সাপ শুয়ে আছে। যা তাঁর বুকের ওপর শুয়ে কোমরের কাছটা জড়িয়ে ধরেছে।

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই তরুণী এরপর সাহস করে কোনওক্রমে জানালার কাছে যান। তারপর বুকের ওপর থেকে হাত দিয়ে ধরে সাপটিকে জানালার দিকে ঠেলে দেন।

সাপটি তরুণীর কোনও ক্ষতি করেনি। বরং এরপর সে যে জানালা দিয়ে ঘরে ঢুকে তরুণীর বুকের ওপর শান্তিতে শুয়ে ছিল, সেই জানালা দিয়েই বাইরে চলে যায়।

অজগরটি কার্পেট পাইথন প্রজাতির। লম্বায় ৮ ফুট। অস্ট্রেলিয়ায় কার্পেট পাইথন অনেক জায়গায় পাওয়া যায়। তবে তা যে কারও শোওয়ার ঘরে ঢুকে বুকের ওপর চড়ে এভাবে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়বে সেটা বোধহয় কেউ ভাবতে পারেননি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *