জলের তলায় গোটা অঞ্চল, পৃথিবী থেকে বিচ্ছিন্ন ৫০ হাজার মানুষ
এ যেন প্রলয়ের বার্তা। ৪ দিন আগেও তাঁরা জানতেন না তাঁদের সঙ্গে কি হতে চলেছে। মাত্র ৪ দিনে পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ শেষ ৫০ হাজার মানুষের।

চারিদিকে যতদূর নজর যাচ্ছে শুধু জল আর জল। সে জল আবার বেড়ে চলেছে। খাবার ফুরিয়ে এসেছে। পানীয় জলের হাহাকার। যোগাযোগ বিচ্ছিন্ন। এসব তো আছেই। সেই সঙ্গে ৫০ হাজার মানুষ বুঝে উঠতে পারছেন না তাঁদের জন্য আগামী দিনে কি লেখা আছে।
টানা ৪ দিন ধরে চলা বৃষ্টিতে মানিং নদীর এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা শেষবার দেখা গিয়েছিল ১৯২৯ সালে। প্রায় ১০০ বছর আগে। সেবারও পরিস্থিতি ভয়ংকর হয়েছিল। কিন্তু এবারে তার চেয়েও খারাপ অবস্থা।
এ বন্যা তাঁদের দেশে ৫০০ বছরে একবার দেখা যায় বলেই দাবি করেছেন আবহবিদেরা। আতান্তর অবস্থায় পড়া ৫০ হাজার মানুষকে দ্রুত উদ্ধার করতে সেনার সাহায্য নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মধ্য নর্থ কোস্ট অঞ্চল জলের তলায় চলে গেছে টানা ৪ দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে। মানিং নদী ১৯২৯ সালের পর এতটা ভয়ংকর রূপ নিয়ে আর কখনও বয়ে যায়নি।
অস্ট্রেলিয়া সরকার খাবার ও অন্যান্য সাহায্য আকাশপথে পাঠাচ্ছে আটকে পড়া মানুষজনের কাছে। আটকে পড়া মানুষের সংখ্যা বিশাল। তাঁদের সকলকে উদ্ধার করতে জলপথে নৌকা এবং আকাশপথে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে।
কিন্তু আবহাওয়া খারাপ। পরিস্থিতি ভয়ংকর। তাই ৫০ হাজার মানুষকে চাইলেই উদ্ধার যে সম্ভব হবে না তা বুঝতে পারছেন উদ্ধারকারীরা। তবে চেষ্টায় ত্রুটি রাখা হচ্ছেনা।
চারধারে জলে আটকে পড়া মানুষজনকে আশ্বাস দেওয়া হচ্ছে। আপাতত মন শক্ত করে উদ্ধারকারী দলের আসার অপেক্ষা করা ছাড়া তাঁদের হাতে আর কোনও পথও নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা