National

দেশের এক বিশাল ক্ষতি, বললেন মমতা

এক সময়ে তাঁর বাড়িতে এসে তাঁর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অটলবিহারী বাজপেয়ীর সংকটজনক অবস্থার কথা শুনে দুপুরেই দিল্লির উদ্দেশে উড়ে যান। ওঠেন বঙ্গভবনে। সেখানেই জানতে পারেন অটলবিহারী বাজপেয়ী আর নেই। এক সময়ে অটল মন্ত্রিসভায় রেলমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। রাজনৈতিক মতাদর্শে দূরত্ব থাকলেও ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়ের মতই পছন্দ করতেন অটলবিহারী।

সেই মানুষটা নেই। একথা জানার পর ট্যুইট বার্তায় গভীর শোক ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মহান দেশনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী আর নেই একথা জানার পর তিনি শোকাহত। দেশের জন্য এ এক বিশাল ক্ষতি। অনেক পুরনো কথা মনে পড়ছে। অটলবিহারী বাজপেয়ীর পরিবারের জন্য সমবেদনা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *