National

ভাসছে অসম, বন্যা কবলিত ১৫ লক্ষ, মৃত্যু বাড়ছে

অসমের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বন্যা কবলিত ১৫ লক্ষ মানুষ।

গুয়াহাটি : ব্রহ্মপুত্র নদ সহ আশপাশের সব নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে অসমের ২৩টি জেলা বন্যার গ্রাসে। প্রতিদিন অবস্থা খারাপ হচ্ছে। টানা বৃষ্টি চলছে। ভারী বৃষ্টিতে জল কমা দূরে থাক, আরও বেড়ে যাচ্ছে। নদীগুলি আরও ভয়ংকর চেহারা নিচ্ছে। নতুন নতুন জায়গা বন্যা কবলিত হয়ে পড়ছে। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পরিবার নিয়ে কার্যত পালাচ্ছেন মানুষজন। অনেকে আবার জলের মধ্যেই আটকে পড়েছেন।

হিসাব বলছে অসমে বন্যার জেরে ক্রমে বাড়ছে দুর্গত মানুষের সংখ্যা। ১৫ লক্ষ পার করেছে বন্যা কবলিতের সংখ্যা। সেইসঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যু। এখনও ২৭ জন বন্যায় প্রাণ হারিয়েছেন। এছাড়া বৃষ্টির জন্য ভূমিধ্বসেও প্রাণ গেছে ২৩ জনের। গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গেছে। নদীর জল হুহু করে ঢুকছে জনবসতিতে। ৭৫ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল জলের তলায় চলে গেছে। বহু গবাদি পশুর মৃত্যু হচ্ছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অসম সরকারের তরফে উদ্ধারকাজ পুরোদমে চলছে। বেশকিছু এলাকায় ঢোকাই যাচ্ছেনা। বন্যা দুর্গতদের থাকার জন্য এখনও অসমে ২৬৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এছাড়া বন্যা দুর্গতদের কাছে খাবার, জল পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বন্যা কবলিত গ্রামগুলিতে। পৌঁছে দেওয়া হচ্ছে অন্য ত্রাণ সামগ্রিও। এদিকে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে আগামী দিনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *