
ক্রমশ জটিল আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। শনিবার অসমের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও কেন্দ্রীয় উত্তরপূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জীতেন্দ্র সিং। এছাড়া বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও ছিলেন তাঁদের সঙ্গে। আকাশপথে অসমের কয়েকটি বন্যা দুর্গত জেলা ও কাজিরাঙ্গা অভয়ারণ্য পরিদর্শন করেন তাঁরা। একটি ত্রাণ শিবিরে দুর্গত মানুষজনের সঙ্গে কথাও বলেন রাজনাথ সিং। পরে গুয়াহাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সহ রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। ব্রহ্মপুত্র নদ সহ রাজ্যের সবকটি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। রাজ্যের প্রায় ১৮ লক্ষ মানুষ গৃহহীন। এখনও পর্যন্ত বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। বহু গবাদি পশুর প্রাণ গেছে। ভেসে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। মাথা গোঁজার ঠাঁইটুকু নেই বহু মানুষের। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বন্যা দুর্গত মানুষজনকে। বন্যার্তদের উদ্ধারে রাজ্যে সেনা নেমেছে।













