বলিউডে ইন্দ্রপতন, চলে গেলেন কিংবদন্তি কৌতুক অভিনেতা আসরানি
শোলের জেলারকে কেউ ভুলতে পারবেননা। ভোলা যাবেনা আসরানিকেও। তাঁর অজস্র কৌতুকাভিনয় চিরদিন মানুষের মনে স্মরণীয় হয়ে থেকে যাবে।

বলিউডে ইন্দ্রপতন। তাও দীপাবলির দিনে। চলে গেলেন বলিউডের স্বনামধন্য কৌতুক অভিনেতা আসরানি। তাঁর সঙ্গেই শেষ হল একটা যুগের। শোলে সিনেমায় একটুখানি অভিনয়। এক জেলারের ভূমিকায়। সেটাও তাঁর শ্রেষ্ঠ কাজগুলির একটি।
বয়সজনিত শারীরিক সমস্যা নিয়ে ৫ দিন আগেই হাসপাতালে ভর্তি হন তিনি। শেষ রক্ষা হল না। চলে গেলেন বলিউডের এক কিংবদন্তি অভিনেতা। বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। তাঁর পুরো নাম গোবর্দ্ধন আসরানি। বাবার ছিল কার্পেটের দোকান। কিন্তু পারিবারিক ব্যবসায় মন ছিলনা আসরানির। প্রথম থেকেই তাঁকে অভিনয় টানত। পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন তিনি।
প্রথম অভিনয় ১৯৬৭ সালে বিশ্বজিতের সঙ্গে হরে রং কে চুড়িয়া সিনেমায়। সেখানে সিনেমার হিরো বিশ্বজিতের বন্ধুর ভূমিকায় অভিনয় করেন আসরানি। বলিউডে নিজের একটা ছাপ তৈরি করতে তাঁর অসুবিধা হয়নি।
শুধু বলিউড বলেই নয়, তিনি জীবনের শুরুতে প্রচুর গুজরাটি সিনেমাতেও অভিনয় করেছেন। রাজেশ খান্নার খুব কাছের বন্ধু ছিলেন আসরানি। রাজেশ খান্নার সঙ্গে তাই তাঁর সিনেমায় অভিনয় সংখ্যাও নজরকাড়া। ২৫টির বেশি সিনেমায় রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করতে দেখা গেছে আসরানিকে।
কাজ করেছেন বিশিষ্ট পরিচালকদের সঙ্গে। কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওতেও। ৫ দশকের বেশি সময় ধরে তাঁর নানা কাজ বলিউডে একটা অধ্যায় হয়ে থেকে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা