Entertainment

অনন্যাকে ছেড়ে অন্য বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন শাহরুখপুত্র, টিনসেলে গুঞ্জন

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এখন মাঝেমধ্যেই খবরে আসছেন। এবার তিনি নাকি প্রেমে পড়েছেন বলিউডের ডাকসাইটে এক সুন্দরী নায়িকার। তবে কি অনন্যা অতীত?

Published by
News Desk

শাহরুখ খানের মেয়ে সুহানা খান অনেক আগে থেকেই খবরে জায়গা করে নেন। এখন অজয় দেবগণের মেয়েও খবরে উঠে এসেছেন। কিন্তু শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের খবরের শিরোনাম হওয়া থামছে না।

অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর মাখো মাখো প্রেম কাহিনি নিয়ে বলিউডে কম গুঞ্জন চলেনি। এবার সেই অনন্যা নাকি অতীত হয়ে গেছেন। শাহরুখ পুত্রের নাকি আর অনন্যাকে পছন্দ হচ্ছেনা।

তাঁর মনে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্য এক সুন্দরী। আপাতত তাঁর সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন আরিয়ান খান। এ গুঞ্জন এখন টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে।

গত কয়েকটি পার্টিতে যেখানে শাহরুখ খানকে তাঁর পরিচিত বন্ধু মহলে দেখা গেছে সেখানেই ওই বলিউড সুন্দরীর দেখা মিলেছে। আরিয়ান খানের সঙ্গে তাঁকে সময় কাটাতেও দেখা গেছে পার্টিতে।

এটা থেকে দুয়ে দুয়ে চার করার চেষ্টা শুরু হয়ে গেছে। অনেকেই মনে করছেন বলিউড সুন্দরী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন শাহরুখ পুত্র। আরিয়ান ও নোরা কি তবে নিজেদের মধ্যে ডেট করছেন?

ফাইল : নোরা ফাতেহি, ছবি – আইএএনএস

এটা এখন লাখ টাকার প্রশ্ন। তবে অনেকেই দাবি করছেন শাহরুখ ও নোরা প্রেমের ডোরে বাঁধা পড়েছেন। ফলে আরিয়ান আর অনন্যা পাণ্ডের দিকে চেয়ে দেখছেন না।

টিনসেল টাউনে এমন সম্পর্ক তৈরি হওয়া ও ভেঙে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এটা এখনও স্পষ্ট নয় যে অনন্যা কে ছেড়ে সত্যিই নোরার সঙ্গে প্রেমে মজেছেন কিনা মেগাস্টার শাহরুখ খানের বড় ছেলে।

Share
Published by
News Desk