SciTech

নতুন ইতিহাসের পথে, মহাকাশের সীমানা ছুঁতে উড়ে যাবেন ভারতীয় বংশোদ্ভূত আরভি

মহাকাশে দীর্ঘসময় কাটিয়ে ফিরেছেন ভারতের শুভাংশু শুক্লা। এবার মহাকাশের সীমানা ছুঁতে উড়ে যেতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আরভি বহল।

মহাকাশ আর ভারতের এখন এক নিবিড় যোগসূত্র তৈরি হয়েছে। পৃথিবীর যে হাতেগোনা কয়েকটি দেশ মহাকাশ বিজ্ঞানে নিজেদের দাপট সকলের সামনে তুলে ধরতে পেরেছে, তারমধ্যে ভারত অবশ্যই অন্যতম।

এবার সেই পরম্পরায় যুক্ত হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দর সিং বহল। যিনি বর্তমানে মার্কিন নাগরিক। পেশায় রিয়েল এস্টেট লগ্নিকারী অরবিন্দরকে সকলে চেনেন আরভি নামেই। তাঁকে সেই নামেই তুলে ধরছে অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন। যারা মানুষকে মহাকাশের সীমানা ছুঁইয়ে আনে।

মহাকাশ ও পৃথিবীর বায়ুমণ্ডলের সীমানা বলা হয় কারমান রেখাকে। আন্তর্জাতিকভাবে এই রেখা মহাকাশের সীমানা বলে স্বীকৃত। সেই পর্যন্ত ঘুরিয়ে আনে ব্লু অরিজিন। আগামী দিনে মহাকাশে বেড়াতে যাওয়া, মহাকাশ পর্যটনকে আরও শক্তিশালী ও জনপ্রিয় করে তুলতে ব্লু অরিজিন কারমান লাইন থেকে ঘুরিয়ে আনা শুরু করেছে আগেই।


এবার তারা ১৪ তম বারের জন্য মানুষকে নিয়ে মহাকাশের সীমানা ছুঁতে পাড়ি দিতে চলেছে। ৬ জনকে নিয়ে এবার পাড়ি দেবে ব্লু অরিজিনের যান। ১১ মিনিটের যাতায়াত। এই সময়ের মধ্যেই মহাকাশের সীমানা ছুঁয়ে ফিরে আসবেন সকলে।

এই ৬ জনের একজন আগ্রা শহরে জন্ম নেওয়া অরবিন্দর সিং বহল। যাঁর নেশা হল দেশ বিদেশে ঘুরে বেড়ানো। ইতিমধ্যেই তিনি এমন একজন যিনি পৃথিবীর সব দেশে পা রেখেছেন। ঘুরে দেখেছেন সেসব জায়গা। এমনকি পৌঁছে গেছেন উত্তর মেরু ও দক্ষিণ মেরুতেও।

এখানেই শেষ নয়, আকাশ থেকে স্কাইডাইভ দিয়েছেন মাউন্ট এভারেস্টে ও গিজার পিরামিডে। এমনই এক আদ্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় ভারতীয় বংশোদ্ভূত আরভি এবার পাড়ি দিচ্ছেন মহাকাশে সীমানা ছুঁয়ে আসতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *