National

মুখ্যমন্ত্রীর গায়ে লঙ্কাগুঁড়ো ছুঁড়ল মধ্যবয়সী ব্যক্তি

Published by
News Desk

মুখ্যমন্ত্রীর দফতরের সামনেই অপেক্ষা করছিল এক মধ্যবয়সী ব্যক্তি। কিছুক্ষণ পর নিজের দফতর থেকে হেঁটেই বেরিয়ে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর ঠিক তখনই কেউ কিছু বুঝে ওঠার আগেই কেজরিওয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে লঙ্কাগুঁড়ো ছুঁড়ে দেয় অনিল কুমার শর্মা নামে ওই ব্যক্তি। গায়ে লাগলেও চোখে চশমা থাকায় কেজরিওয়ালের চোখ লঙ্কাগুঁড়োর হাত থেকে রেহাই পেয়েছে। তবে ওই ব্যক্তি ঝাঁপিয়ে পড়ায় ধস্তাধস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীর চশমা ভেঙে যায়।

ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। আম আদমি পার্টির তরফে দাবি করা হয়েছে এটা পুলিশের সুরক্ষা বন্দোবস্তের ব্যর্থতার ফল। কারণ এক ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছতে গেলে দ্বিস্তরীয় সুরক্ষা বলয় পার করতে হয়। সেখানে তাঁকে সম্পূর্ণ পরীক্ষা করা হয়। তবেই ছাড়া হয়। উল্লেখ্য, দিল্লি পুলিশের দায়িত্ব কিন্তু দিল্লির রাজ্য সরকারের হাতে নয়, কেন্দ্রের অধীন।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk