National

অরুণ জেটলির কাছে ক্ষমা চাইলেন অরবিন্দ কেজরিওয়াল

Published by
News Desk

তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হলেই সব অভিযোগ ফিরিয়ে নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই ধারাবাহিকতা ধরে রেখে এদিন দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে লিখিতভাবে ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো অবশ্য ক্ষমা চেয়েই চলেছেন। এর আগে কংগ্রেস নেতা কপিল সিব্বল ও কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর পাল্টা তাঁরাও কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তারপরই কেজরিওয়াল তাঁদের কাছে ক্ষমা চেয়ে অভিযোগ প্রত্যাহার করেন। তাঁরাও মামলা তুলে নেন।

একই ঘটনা এবার ঘটল অরুণ জেটলির সঙ্গে। একসময়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন অরুণ জেটলি। সে সময়ে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন কেজরিওয়াল সহ আরও ৫ আপ নেতা। এদিন কেজরিওয়াল সহ আপ নেতা আশুতোষ, সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা একসঙ্গে চিঠি লিখে জেটলির কাছে ক্ষমা চেয়ে নেন। সব অভিযোগ প্রত্যাহার করেন।

প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আনার পরই অরুণ জেটলি এঁদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। এদিন অবশ্য চিঠি পাওয়ার পর বিষয়টি মিটমাটের দিকেই এগোচ্ছে। অরুণ জেটলি ক্ষমা প্রার্থনা করার চিঠি গ্রহণ করেছেন। ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল ও অরুণ জেটলি দিল্লি আদালতের কাছে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

Share
Published by
News Desk