National

নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্র, বিজেপি দুর্যোধন, কটাক্ষ কেজরিওয়ালের

Published by
News Desk

নির্বাচন কমিশনকে মহাভারতের ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে দাবি করেছেন, কমিশন ধৃতরাষ্ট্র আর বিজেপি হল দুর্যোধন। যেভাবে হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বড় ছেলে দুর্যোধনকে শাসন ক্ষমতা পাইয়ে দিতে মরিয়া ছিলেন, নির্বাচন কমিশনও বিজেপিকে ক্ষমতা পাইয়ে দিতে অন্ধ হয়ে গেছে বলে দাবি করেন অরবিন্দ। গোয়া ও পঞ্জাবে আপের আশানুরূপ ফল না হওয়ার জন্য ইভিএমে কারচুপিকে দুষেছেন তিনি। তাঁর দাবি গণ্ডগোল করা হয়েছে ইভিএমে। দিল্লির আসন্ন পুর নির্বাচনে ইভিএমের বদলে ব্যালটে ভোটেরও দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

Share
Published by
News Desk