National

ট্যুইট করে রাহুলকে চ্যালেঞ্জ, মোদীকে তোপ কেজরিওয়ালের

Published by
News Desk

রাহুল গান্ধীর হাতে প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ থাকলে তা সামনে আনুন তিনি। কেন প্রকাশ করছেন না সেসব তথ্য? সংসদে না হলে বাইরেই প্রকাশ করুননা সেসব তথ্য। এদিন রাহুল গান্ধী দাবি করেন তাঁর হাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতি সংক্রান্ত তথ্য আছে। সেকথা বলার পরই ট্যুইটারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাহুলকে। তাঁর আরও দাবি, কংগ্রেস আর বিজেপির এসব ‘বন্ধুত্বপূর্ণ খেলা’। আরও একধাপ এগিয়ে আপ সুপ্রিমোর দাবি, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অগস্তাওয়েস্টল্যান্ডের কথা বলে।

কংগ্রেস আবার বিজেপির বিরুদ্ধে সাহারা/বিড়লার কথা বলে। কিন্তু কেউই কোনও প্রমাণ প্রকাশ করেনা। এদিন বিজেপিকেও একহাত নেন কেজরিওয়াল। তাঁর দাবি, আসলে ‌যারা প্রকৃত চোর তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ করে।

Share
Published by
News Desk