ফাইল : অরবিন্দ কেজরিওয়াল, ছবি - আইএএনএস
কয়েক মাস আগেই দিল্লির আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনকে গ্রেফতার করা হয়েছিল। তখনও কেজরিওয়াল সে ইঙ্গিত দিয়েছিলেন। এবার সাংবাদিক বৈঠক ডেকে ফের এমনই এক ইঙ্গিত দিলেন তিনি।
তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার এবার সব এজেন্সিকে নির্দেশ দিয়েছে তারা যেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো শুরু করে। সেই মামলা তৈরি করে সিসোদিয়াকে জেলে পাঠানোর ছক কেন্দ্রীয় সরকার কষেছে বলেও দাবি করেন অরবিন্দ।
কোথা থেকে এমন খবর জানতে পারলেন তিনি? এ খবরের ভিত্তি কী? কেজরিওয়াল জানান, যখন তাঁর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনকে গ্রেফতার করা হয়েছিল তখনও তাঁকে এক আধিকারিক খবরটা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। এবারও তিনিই কেজরিকে সিসোদিয়াকে জেলে পাঠানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন।
কেজরিওয়াল বলেন, মণীশ সিসোদিয়া দিল্লির লক্ষ লক্ষ পড়ুয়ার পড়াশোনার ব্যবস্থা করেছেন। তারা যাতে শিক্ষার আলো দেখতে পারে সে ব্যবস্থা করেছেন। তাঁকেই এভাবে জেলে পোরার চেষ্টা হলে তা শিক্ষার ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে।
তাঁর সরকার স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে যে ভাল কাজ করার চেষ্টা করছে তা বন্ধ করতে চাইছে কেন্দ্র বলেও তোপ দাগেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষের সুরেই বলেন, এভাবে তাঁর সরকারের এক এক জন করে মন্ত্রীকে জেলে পাঠানোর ব্যবস্থা না করে বরং কেন্দ্র তাঁদের সকলকে একসঙ্গেই জেলে পাঠাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা