National

গৃহবন্দি অরবিন্দ কেজরিওয়াল, আপের দাবি অস্বীকার করল পুলিশ

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি মঙ্গলবার দাবি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করেছে পুলিশ। যদিও পুলিশ তা অস্বীকার করেছে।

নয়াদিল্লি : কৃষক আন্দোলনের জেরে ওই ঠান্ডাতেও দিল্লিতে বিক্ষোভের পারদ চড়ছে। এরমধ্যেই মঙ্গলবার ভারত বন্‌ধ-এর ডাক দিয়েছিলেন কৃষকরা। তারমধ্যেই মঙ্গলবার সকালে একটা ট্যুইট দিল্লির সহ গোটা দেশের রাজনৈতিক পারদ চড়িয়ে দেয়।

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি মঙ্গলবার দাবি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করেছে বিজেপির পুলিশ। তাঁর বাড়ি থেকে কাউকে বার হতে দেওয়া হচ্ছে না। কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছেনা।

এই খবর সামনে আসতেই হৈচৈ পড়ে যায়। দিল্লির মুখ্যমন্ত্রীকে অমিত শাহর পুলিশ গৃহবন্দি করেছে বলে খবর ছড়াতেই পারদ চড়তে থাকে।

কৃষক আন্দোলনে অরবিন্দ কেজরিওয়াল সরাসরি সমর্থন করছিলেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। মঙ্গলবার বন্‌ধের সকালে কেজরিওয়ালের কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ারও কথা ছিল। তার আগেই আপের এই দাবি সামনে আসে।

সোমবারই কেজরিওয়াল সিঙ্গু বর্ডারে কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করেন। আপের দাবি, তারপরই মঙ্গলবার তাঁকে গৃহবন্দি করে পুলিশ। আপ-এর তরফে এও দাবি করা হয় যে দলের বিধায়কেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাঁদের মারধর করে বার করে দেওয়া হয়। বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেন, কেন্দ্রীয় সরকার দিল্লির স্টেডিয়ামগুলিকে জেল বানিয়ে সেখানে কৃষকদের রাখতে চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি হননি। তাই তাঁকে গৃহবন্দি করা হয়েছে।

অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তায় আপ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হোক বলেও আওয়াজ তোলেন মণীশ সিসোদিয়া।

পুলিশের তরফে অবশ্য এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ পাল্টা ট্যুইট করে দাবি করে কেজরিওয়াল যে কোনও জায়গায় নিশ্চিন্তে যেতে পারেন। তাঁকে গৃহবন্দি করা হয়নি। আর তা মুখ্যমন্ত্রীর বাসভবনের দরজা দেখলেই বোঝা যাচ্ছে।

একথা ট্যুইট করার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির মূল ফটকের ছবিও পোস্ট করে পুলিশ। যেখানে দেখা গেছে বাড়ির সামনেটা ফাঁকা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025