World

পৃথিবীর বুক থেকে বিয়ের জন্য হিরে খুঁজে নিলেন যুবতী, স্বপ্নের মত সাফল্য

তিনি স্থির করেছিলেন কিনে নয়, তিনি তাঁর বিয়ের আংটির জন্য হিরে এই পৃথিবীর বুক থেকে কুড়িয়ে নেবেন। সেটা তিনি করেও দেখালেন।

দোকান থেকে কিনে নয়, তিনি চেয়েছিলেন তাঁর বিয়ের আংটির জন্য হিরেটি তিনি এই পৃথিবীর বুক থেকে খুঁজে নেবেন। এজন্য তিনি পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে রাজি ছিলেন। তবে শর্ত একটাই, সেদিনই বিয়ে করবেন যেদিন তিনি আংটির জন্য হিরেটি পৃথিবীর মাটি থেকে খুঁজে নিতে পারবেন।

ভাবনা যেমন অভিনব তেমনই অবাক করা। রাস্তাঘাটে তো আর হিরে পাওয়া যায়না। মাটিতেও পড়ে থাকেনা। তাহলে কোথায় পাওয়া যাবে। ওই ৩১ বছর বয়সী যুবতী সেটাই খুঁজতে গিয়ে দেখেন খুব দূরে যেতে হবেনা। বরং তাঁর কাছেই রয়েছে এমন জায়গা যেখানে গেলে হিরের টুকরো তিনি পেলেও পেতে পারেন।

নিউ ইয়র্কের বাসিন্দা ওই যুবতী জানতে পারেন আরকানসাসের ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্কে সাড়ে ৩৭ একর জমি রয়েছে হিরে খোঁজার জন্য। কেউ চাইলে এখানে হিরের খোঁজ করতে পারেন। পেলেও পেতে পারেন অমূল্য রতন।


ওই যুবতী ৩ সপ্তাহের জন্য ওই পার্কে হিরে খোঁজা স্থির করেন। সেইমত সব ব্যবস্থা করে তিনি উঠেপড়ে লাগেন হিরের খোঁজ করতে। পাথুরে জমিতে অনেক খাঁজ। এবড়োখেবড়ো বিস্তীর্ণ জমি। সেখানেই দিনের পর দিন খোঁজ চালাতে থাকেন তিনি। এমন করে ৩ সপ্তাহ শেষ হয়। সেদিন ছিল তাঁর খোঁজের শেষ দিন।

ওই যুবতী একটি খাঁজের মধ্যে একটি শিশির বিন্দুর মত কিছু দেখতে পান। মনে করেন শিশির পড়ে আছে। পা দিয়ে সেটিতে ধাক্কা দেন। তারপরই বুঝতে পারেন সেটি শিশির বিন্দু নয়, কোনও শক্ত কিছু।

তিনি সেটি হাতে তুলে দেখেন। মনে হয় এটা অন্য কিছু। দ্রুত ওই পার্কের বিশেষজ্ঞদের দেখান জিনিসটি। তাঁরা নিশ্চিত করেন ওই যুবতী একটি হিরেই খুঁজে পেয়েছেন। ২.৩ ক্যারেটের একটি রংহীন হিরে। যা একটি আংটির জন্য যথেষ্ট।

তাঁর এক প্রায় অসম্ভব ভাবনা যে এভাবে সত্যি হবে তা ভাবতেও পারেননি ওই যুবতী। তিনি ওই হিরেটি হাতে পেয়ে কেঁদে ফেলেন। সকলেই মেনে নিয়েছেন দোকান থেকে না কিনে এভাবে পৃথিবীর বুক থেকে বিয়ের আংটির জন্য হিরে খুঁজে নেওয়া সত্যিই চমকপ্রদ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *