World

দোকানে বিয়ে করলেন বৃদ্ধ বৃদ্ধা, দোকানে কেন জানতে পিছোতে হবে ১ বছর

বিয়ে করার হলে সকলেই চান একটি সুন্দর সাজানো জায়গা। কিন্তু এক বৃদ্ধ দম্পতি তাঁদের বিয়ে সারলেন একটি দোকানে। যার কারণ লুকিয়ে আছে ১ বছর পিছনে।

বিয়ের জন্য সাধারণ পরিবারও একটি বিয়ে বাড়ি ভাড়া করে। তা আলো, ফুল দিয়ে সাজায়। এখন আবার আর্থিক ক্ষমতা থাকলে ডেসটিনেশন ওয়েডিং-এর চল হয়েছে। অর্থাৎ ছবির মত সুন্দর কোনও স্থানে গিয়ে সেখানে বিয়ে করা। যা সারা জীবনের জন্য এক স্মৃতি হয়ে থাকবে।

কিন্তু সেসব ছেড়ে এক বৃদ্ধ বৃদ্ধা বিয়ে করলেন একটি দোকানে। একটি ডিপার্টমেন্টাল স্টোরেই তাঁরা বিয়ে করলেন। দোকানে বিয়ে করার ইচ্ছা প্রথমে দোকানের ম্যানেজারও বিশ্বাস করতে পারেননি।

পরে অবশ্য তিনি অনুমতি দেন। কিন্তু দোকানে বিয়ে কেন? বিয়ের জন্য তো এর চেয়ে বাগান বা রেস্তোরাঁ বা নিজের বাড়িই ভাল ছিল!


দোকানে বিয়েটা কিন্তু ২ জনের ইচ্ছাতেই হয়েছে। তাঁরাই চেয়েছিলেন ওই দোকানেই বিয়ে করতে। যার কারণ লুকিয়ে আছে ১ বছর পিছনে।

২০২১ সালে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলেন ২ জন। কেউ কাউকে চেনেন না। ওই দোকানে অন্য গ্রাহকদের সঙ্গে তাঁরাও নিজেদের মত জিনিস দেখে ট্রলিতে রাখছিলেন।

সেই সময় ৭২ বছরের বৃদ্ধা ব্রেন্ডা উইলিয়ামস-এর সঙ্গে পরিচয় হয় ৭০ বছরের ডেনিসের। দোকানে আলাপের পর বেশ কিছুটা সময় ২ জনের কথা হয়। আলাপ জমে।

দোকান থেকে বার হওয়ার আগে তাঁরা একে অপরের ফোন নম্বর নিয়ে নেন। একজন তাঁর স্বামীকে হারিয়েছিলেন, অন্যজন তাঁর স্ত্রীকে।

একাকীত্বের মাঝে এই সঙ্গ তাঁদের দ্রুত কাছাকাছি এনে দেয়। শুরু হয় প্রেমপর্ব। অবশেষে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আর সেই বিয়ে ২ জনে সেই জায়গায় করতে চান যেখানে তাঁদের ২ জনের প্রথম দেখা হয়েছিল।

অনেকটা রূপকথার কাহিনির মত তাঁদের সম্পর্ক অবশেষে ২০২২ সালের প্রায় শেষে এসে দাম্পত্যের তকমা পেল। বিয়ে করলেন ২ জনে। বিয়ে হল দোকানের সেই সেলফটার সামনে যেখানে তাঁরা একে অপরকে প্রথম দেখেছিলেন। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button