Business

৭০০টি জিনিসের দাম কমাল আমূল, পুজোর মুখে সাধারণ মানুষের কিছুটা সুরাহা

আমূলের তৈরি দুগ্ধজাত নানা জিনিস কিনে থাকেন সাধারণ মানুষ। সংস্থা তাদের ৭০০টি উৎপাদনের দাম কমাল। যা পুজোর মুখে সাধারণ মানুষের জন্য ভাল খবর।

আমূল সংস্থার নাম সকলের জানা। দুধ বা দুগ্ধজাত যেকোনও উপাদানের ক্ষেত্রে এই সংস্থা অগ্রণী। যাদের নানারকম দুগ্ধজাত উৎপাদন রয়েছে। সংখ্যাটা ৭০০-র ওপর। সবকিছুরই দাম কিছুটা করে কমাচ্ছে এই সংস্থা।

কারণ দুগ্ধজাত জিনিসপত্রের ওপর জিএসটি হ্রাস করেছে সরকার। এই নয়া জিএসটি হার লাগু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকে। তাই আমূল জানিয়ে দিল তাদের ৭০০-র ওপর উৎপাদনের দাম ওই জিএসটি হ্রাসের সঙ্গে তাল মিলিয়ে কমানো হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকেই।

প্রসঙ্গত এর আগে মাদার ডেয়ারি তাদের মূল্যহ্রাসের ঘোষণা করে দিয়েছিল। এবার আমূল সেই রাস্তায় হাঁটল। আমূলের দুধ, দই, পনির, মাখন, ঘি, চিজ, ছাঁচ, কনডেন্সড মিল্ক, আইসক্রিমের মত উৎপাদনগুলি প্রায় প্রাত্যহিক জীবনে লাগে মানুষের।

ফলে এগুলির বিক্রিও অনেক। সেই সঙ্গে নানা ফ্রোজেন স্ন্যাক্স, বেকারিও রয়েছে। এছাড়া পিনাট স্প্রেড, পটেটো স্ন্যাক্স, মল্ট বেসড ড্রিংকসের দামও কমছে।

মাখন যা এখন ৬২ টাকা প্রিন্ট, তা কমে হচ্ছে ৫৮ টাকা। আমূল পনিরের দাম ৯৯ টাকা থেকে কমে হচ্ছে ৯৫ টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন দুর্গাপুজোর কথা মাথায় রেখেই তার আগে জিএসটি হ্রাস লাগু করা হচ্ছে।

তার প্রতিফলন এবার দেখা যেতে চলেছে। মহালয়ার পরই দেবীপক্ষের শুরু থেকে দাম কমছে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের। যে তালিকায় দুগ্ধজাত দ্রব্যও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *