Entertainment

তাঁর লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে

সোশ্যাল সাইটে খোলাখুলি নিজের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করে থাকেন ভারতীয় সিনেমার কিংবদন্তী মেগাস্টার অমিতাভ বচ্চন। টিবি বা টিউবার কিউলোসিস থেকে হেপাটাইটিস বি, এমন সব রোগের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন তিনি। একথা তিনি অকপটেই জানালেন এনডিটিভি সুস্থ ইন্ডিয়া-র উদ্বোধনে। তিনি এও জানান যে তিনি ২০ বছর পর এখন জানতে পেরেছেন যে তাঁর ৭৫ শতাংশ লিভারই নষ্ট হয়ে গেছে।

৭৫ শতাংশ লিভার নষ্ট হয়ে যাওয়ার পর এখন তাঁর ২৫ শতাংশ বেঁচে থাকা ও কার্যকরী লিভার দিয়েই জীবন চালাচ্ছেন তিনি। অমিতাভ বচ্চন সকলকে শারীরিক পরীক্ষায় জোর দেওয়ার কথা বলেন। নিজের উদাহরণ দিয়ে বিগ বি বলেন, তিনি যে টিউবার কিউলোসিসে আক্রান্ত তা তিনি জানতেই পারেন ৮ বছর বাদে। তারপর চিকিৎসা হয়। তাই যদি সুস্থ থাকতে হয় তাহলে সকলের উচিত পরীক্ষা করানো বলে পরামর্শ দেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অমিতাভ বচ্চন নিজের লিভারের সমস্যা দিয়েও বোঝানোর চেষ্টা করেন দেরি করলে অসুস্থতা বাড়ে। তাতে বিষয়টি আরও সময় নেয় সারতে। অনেক সময় সারানোর অবস্থার বাইরে চলে যায়। তাই একটা সময় অন্তর শারীরিক পরীক্ষা করানো কতটা প্রয়োজনীয় সে বিষয়ে জোর দেন তিনি। তবে এবারই প্রথম নয়, স্বাস্থ্য সংক্রান্ত সর্তকতা এর আগেও শোনা গেছে অমিতাভ বচ্চনের গলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *