 
						মুখ ভরা সাদা দাড়িটা বেশ লম্বা। চোখে বয়সের সঙ্গে মানানসই চশমা। একটি পাতলা কাপড়ের মাফলার গোছের জিনিস গলা থেকে মাথার ওপর জড়ানো। কপালে সারি সারি ভাঁজ। এমনই এক লুকে সামনে এলেন তিনি। এটাই তাঁর নতুন সিনেমার ফার্স্ট লুক। বলতে পারেন ইনি কে? একটু ভাল করে দেখলে অবশ্য না বোঝার সত্যিই কিছু নেই। তবে মেকআপের গুণে এক ঝলকে দেখে বোঝা মুশকিল বৈকি! ইনি মেগাস্টার অমিতাভ বচ্চন। কিন্তু প্রস্থেটিক নাক। মুখের আদলে পরিবর্তন। সব মিলিয়ে তাঁকে হুট করে দেখে চেনা মুশকিল।
অমিতাভ বচ্চনের নতুন একটি ছবি আসতে চলেছে। সেই সিনেমার প্রথম লুক সামনে এল। আর তাতেই সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে অমিতাভ বচ্চনের এই নয়া লুক। গুলাবো সীতাবো নামে এই সিনেমায় রয়েছেন অমিতাভ বচ্চন। ২০২০ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমা। সেখানেই অমিতাভ বচ্চনকে এমন রূপে দেখতে পাবেন দর্শকরা। সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন আয়ুষ্মান খুরানা।
সিনেমার পরিচালক সুজিত সরকার। পিকু-তে তিনি অমিতাভ বচ্চনকে সামনে এনেছিলেন একদম অন্য লুকে। এখানেও তাই। পিকু সিনেমার লেখিকা জুহি চতুর্বেদীই এই সিনেমারও লেখিকা। উত্তরপ্রদেশের একটি প্রচলিত কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিনেমা। হাস্য কৌতুকময় এই সিনেমায় সুজিত সরকারের নিজস্ব ঘরানা দেখা যাবে বলেই মনে করছেন সিনেমা শিল্পের মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













