Entertainment

ব্যস্ত নায়ক থাকাকালীন প্রতিদিন কি খেতেন তিনি, এতদিন পর ফাঁস করলেন অমিতাভ বচ্চন

একটা বড় সময় নায়ক হিসাবে সাফল্যের চুড়োয় থেকেছেন অমিতাভ বচ্চন। যুবা বয়সে ব্যস্ত নায়ক কি খেতেন প্রতিদিন সে কথা নিজেই জানালেন বিগ বি।

যে কোনও নায়ক নায়িকাকেই তাঁদের শরীরের গঠন, কেমন দেখতে লাগছে, পর্দায় আকর্ষণীয় উপস্থিতি, এসব দিকে নজর রাখতে হয়। এজন্য তাঁরা তাঁদের প্রাত্যহিক খাদ্যাভ্যাসে কঠোর নজর রাখেন। নিয়মিত জিম, ব্যায়াম করতে থাকেন। মাপা খাবার খান শরীর ঠিক রাখতে। এমনকি অনেক পছন্দের খাবার খাওয়ার ইচ্ছা হলেও মুখে তোলেন না।

হালফিল বলিউড তারকা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডের সঙ্গে কথা বলছিলেন অমিতাভ বচ্চন। একটি জনপ্রিয় শোতে এই কথোপকথন চলাকালীন কার্তিক আরিয়ান জানান তিনি বার্গার খেতে পছন্দ করেন। বার্গার অর্ডার দেন ঠিকই কিন্তু তাঁর জন্য তিনি যে বিশেষ বার্গার আনান তাতে পাউরুটিটাই থাকেনা। থাকে কেবল বাঁধাকপি, ফুলকপি এবং অনেকরকম আনাজের টুকরো।

অনন্যা তো আরও এক ধাপ এগিয়ে জানান তিনি বার্গার অর্ডার দেন ঠিকই, তবে নামেই সেটা বার্গার। আসলে আসে বার্গার নামে স্যালাড। অনন্যা এটাও জানান যে তিনি সন্ধে ৭টার পর আর কোনও খাবার খান না। সেই সঙ্গে ২ নায়ক নায়িকাই জানান তাঁদের প্রাত্যহিক শরীরচর্চার কথা।

তাঁরা যাঁর সঙ্গে এই আলোচনা করছিলেন তিনি অমিতাভ বচ্চন। বলিউডের কিংবদন্তি। যিনি একটা বিশাল সময় ধরে কেবল নায়ক হিসাবে বলিউড শাসন করেছেন। সেই সময় তিনি ব্যস্তও থাকতেন। তো শ্যুটিং চলাকালীন অমিতাভ বচ্চন কি খেতেন? তাঁর প্রতিদিনের খাবার কি হত? এটা তো সকলেই জানার চেষ্টা করেন।

বিশেষত তিনি তখন জনপ্রিয় নায়ক। তাঁকেও তো শরীর ধরে রাখতে হত। অমিতাভ কিন্তু অকপটেই জানান তিনি কি খেতেন। সেই যুবা অমিতাভ বচ্চন এতটাই ব্যস্ত থাকতেন সে সময় যে খাবার সময়টাও কোনওক্রমে বার করে নিতে হত। কিন্তু যেটা খেতেন সেটা অতি সাধারণ বাড়ির তৈরি খাবার।

বাড়ির তৈরি সাধারণ খাবার খেয়ে ফের শ্যুটিং শুরু করতেন তিনি। তিনি যে কোনও বিশেষ খাবার খেতেন না তাও জানান বিগ বি। সহজ কথায় তিনি জানিয়ে দেন বাড়ির প্রতিদিনের খাবার খেয়েই তিনি প্রতিদিন কাটাতেন।

অমিতাভ বচ্চন কেবলমাত্র বাড়ির সাধারণ রান্না করা খাবার খেয়েই যে এভাবে দিনের পর দিন হিটের পর হিট সিনেমা দিয়ে গেছেন, নিজেকে ধরে রেখেছিলেন, সেটা শুনে কার্যত হতবাক হয়ে যান কার্তিক ও অনন্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *