ছেলের প্রশংসা করা থেকে কেউ তাঁকে আটকাতে পারবেনা, একথা কেন বললেন অমিতাভ বচ্চন
তাঁর ছেলে অভিষেক বচ্চনের প্রশংসা করা থেকে তাঁকে কেউ আটকাতে পারবেনা। এমন কথাই পরিস্কার করে জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন। কিন্তু কেন এমন কথা বললেন তিনি।

অমিতাভ বচ্চন একাই ভারতীয় সিনেমার একটা অধ্যায়। তাঁর ছেলে অভিষেক বচ্চনও তাঁর অভিনয় জীবনের অনেক বছর কাটিয়ে ফেললেন। অবশ্যই বাবার সাফল্যের উচ্চতা তিনি ছুঁতে পারেননি। কিন্তু এবার ছেলের জন্য খোলাখুলি গলা চড়ালেন অমিতাভ বচ্চন।
তিনি এক্স হ্যান্ডলে হিন্দিতে যা লেখেন তাতে ছেলের প্রতি তাঁর পিতৃত্ব স্পষ্ট করে ফুটে উঠেছে। অমিতাভ স্পষ্ট করে দিয়েছেন তাঁর ছেলের প্রশংসা করা থেকে তাঁকে কেউ আটকাতে পারেননা।
১ বছরের মধ্যে অভিষেক বচ্চনের ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। একটি আই ওয়ান্ট টু টক, হাউসফুল ৫ এবং কালীধর লাপাতা। সেই সূত্র ধরেই অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চনকে উদ্দেশ্য করে লেখেন, ১ বছরের মধ্যে ৩টি সিনেমা, তাও আলাদা আলাদা চরিত্রে, আর ৩টেতেই এমন অভিনয় যা সকলের চেয়ে আলাদা, কোথাও একবারও মনে হয়নি এটা অভিষেক বচ্চন।
অমিতাভ বচ্চন লেখেন, বরং প্রতি চরিত্রেই এমন লেগেছে যে অভিনয় নয়, এটাই আসল মানুষটা। এমনটা আজকের যুগে দেখা, তা স্বীকার করা এবং এতটা দক্ষতার সঙ্গে চরিত্রগুলি ফুটিয়ে তুলে অভিষেক বচ্চন বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি কি পারেন।
ছেলেকে এজন্য অনেক আশির্বাদ ও ভালবাসা জানিয়ে অমিতাভ আরও লেখেন, অভিষেক তাঁর ছেলে, আর তাঁকে তার প্রশংসা করা থেকে কেউ আটকাতে পারবেনা।
পিতা হিসাবে এবং একজন কিংবদন্তী অভিনেতা হিসাবে অমিতাভ বচ্চনের ছেলের প্রতি এই উদাত্ত ভালবাসা অভিষেক বচ্চনকে আগামী দিনে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা