National

নিভল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি, মিশল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে

নিভে গেল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি। যা গত ৫০ বছরে কখনও নেভেনি। জ্যোতি মিশে গেল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে।

ইতিহাসের বিকৃতি, নাকি একটি বিন্দুতে শহিদ সম্মানকে কেন্দ্রীভূত করা? কারণ এই ২ মতকে নিয়ে এখন শুরু হয়েছে তুমুল তর্ক। কারণও রয়েছে।

নয়াদিল্লির ইন্ডিয়া গেটে যাঁরাই গেছেন তাঁরা গত ৫০ বছরে দেখেছেন সেখানে একটি অগ্নিকুণ্ড জ্বলে চলেছে। যা অখণ্ড, কখনও নেভে না। যাকে বলা হত অমর জওয়ান জ্যোতি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বলা হত বলতে হচ্ছে কারণ শুক্রবারই তা অতীত হয়ে গেছে। এখানে এই অমর জওয়ান জ্যোতি আর জ্বলবে না। তা এদিন নিভিয়ে ফেলা হয়। তারপর সেখান থেকে জ্যোতির আগুন নিয়ে সেনা কুচকাওয়াজের সঙ্গে সাড়ম্বর যাত্রা হয় প্রায় ৪০০ মিটার পথ।

৪০০ মিটার দূরে একটি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয় সেই মশাল। এটি তৈরি করা হয়েছে ২০১৯ সালে। এখন এটাই ভারতীয় সেনার বলিদানের একমাত্র স্মারক।

এখানেই যাবতীয় উৎসব, অনুষ্ঠান, সম্মান প্রদর্শন অনুষ্ঠিত হবে। এখানকার জ্যোতির সঙ্গেই মিশিয়ে দেওয়া হয় অমর জওয়ান জ্যোতিকে।

সরকারে পক্ষে জানানো হয়েছে অমর জওয়ান জ্যোতি নিভে যায়নি, তা কেবল মিশিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সঙ্গে।

কিন্তু ইন্ডিয়া গেটের এই ৫০ বছর ধরে জ্বলে আসা অমর জওয়ান জ্যোতি নেভানোর দরকার কি সত্যিই ছিল? কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২টি জ্যোতি একসঙ্গে জ্বালিয়ে রাখা মুশকিল হচ্ছিল। তাই এই পদক্ষেপ করা হয়েছে। এ নিয়ে সমালোচনার কোনও অর্থ নেই বলেও দাবি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *