National

ইস্যু গণপিটুনি, সংসদের সামনে ধর্নায় তৃণমূল

সংসদের সামনে মঙ্গলবার সকাল থেকে ধর্না শুরু করেন তৃণমূল সাংসদরা। ইস্যু ছিল গণপিটুনিতে হত্যা। দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে একের পর এক হত্যার প্রতিবাদে ধর্নায় অংশ নেন তাঁরা। সাংসদদের হাতে ছিল প্ল্যাকার্ড, হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর লাল দিয়ে লেখা দাবি। স্লোগানও দেন তাঁরা। গণপিটুনি রুখতে অবিলম্বে আইন প্রণয়নের দাবিতে সোচ্চার হন তৃণমূল সাংসদরা। এই ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে তাঁরা সরব হবেন বলেও জানিয়েছেন।

এদিন সংসদ চত্বরে অন্য একটি ধর্নায় অংশ নেন বাম সাংসদরা। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে ধর্নায় সামিল হন বাম সাংসদ তথা নেতারা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *