Kolkata

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে চলবে দিনভর বৃষ্টি

বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

কলকাতা : খাতায় কলমে বর্ষার বিদায় হয়ে গেছে। ভারতে সেপ্টেম্বরের শেষ পর্যন্তকে ধরা হয় বর্ষার সময়। তবে বৃষ্টি এখনও অনেক জায়গায় হচ্ছে। এ রাজ্যে বর্ষা বিদায় নিলেও অক্টোবর এমনকি নভেম্বরেও নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়। যা বৃষ্টি ঝরায় টানা কদিন ধরে। এখন সেই নিম্নচাপের সময় চলছে।

এই সময় বেশ কয়েকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়। তেমনই একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে ওড়িশায়। তবে পশ্চিমবঙ্গও বাদ যাবেনা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দিনভরই নিম্নচাপের জেরে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হবে। যা জারি থাকবে মঙ্গলবারেও।

গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মূলত মেঘলাই থাকছে। সোমবারও সকাল থেকে মেঘলাই থেকেছে আকাশ। বৃষ্টি নেমেছে দফায় দফায়। তবে খুব ঝেঁপে বৃষ্টি টানা চলেছে এমনটা হয়নি।

সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। অল্প সময় স্থায়ী হয়েছে। তারপর থেমেছে। আবার কিছুক্ষণ পর বৃষ্টি হয়েছে। আর এভাবেই মেঘলা দিনে বৃষ্টি চলেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্যও। দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জন্য কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে এমন বৃষ্টি উত্তরবঙ্গে ২ দিন স্থায়ী হবে। যা কিছুটা হলেও সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হবে।

কদিন আগেই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অনেক জায়গার হাল বেহাল হয়ে পড়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসে তাঁর সফর পিছিয়ে দেন।

দুর্গাপুজো আর সপ্তাহ দুয়েকের অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়ে যাবে। যদিও করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো কতটা আনন্দঘন হতে চলেছে তা নিয়ে প্রশ্ন থাকছে। তবু বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই পুজো নিয়ে একটা উৎসাহ তো সব আশঙ্কার মধ্যেও রয়েছে। তাই প্রতি বছরের মতই মানুষের সেই আদি প্রশ্নটি রয়েছে। পুজোয় বৃষ্টি হবে না তো? এখনই অবশ্য এ বিষয়ে কিছু জানা যায়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *