Kolkata

নিম্নচাপের জেরে দীপাবলির আগে ভিজছে রাজ্য, রেহাই পেতে পারে কালীপুজো

Published by
News Desk

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে যে একটা নিম্নচাপ অক্ষরেখা ঘনীভূত হচ্ছে সে বিষয়ে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। তার জেরে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তাও আগেই জানিয়েছিল তারা। সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে বুধবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজল বৃষ্টিতে। এদিন সকালের দিকে কিছুটা রোদ দেখা গেলেও বেলা হতেই আকাশ মেঘে ছাইতে থাকে। ক্রমশ সেই মেঘ পুরু হতে থাকে। আকাশ কালো করে আসে। দুপুর থেকেই বৃষ্টি নামে।

বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কোথাও কম কোথাও বেশি। কলকাতায় এদিন দুপুর থেকেই বৃষ্টি নামে। এদিন বুধবার। শুক্রবার ধনতেরাস। দীপাবলির উৎসব শুরু। অনেক জায়গায় কালীপুজোর প্যান্ডেলে শেষ মুহুর্তের কাজ চলছে। বাহারি আলোর বাজার জমে উঠেছে। জমে উঠছে কলকাতা পুলিশের উদ্যোগে বাজি বাজার। উৎসবের জন্য মোটামুটি তৈরি শহর। আর ঠিক সেই সময় মরসুমি ব্যবসা থেকে কালীপুজোর আনন্দতে জল ঢেলে শুরু হল বৃষ্টি।

কলকাতায় বৃষ্টির পরিমাণ মাঝারি হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে যথেষ্টই। ক্রমশ তা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবে। তারপর উত্তরবঙ্গ ভাসাবে। পশ্চিমাঞ্চল হয়ে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে, নিম্নচাপ উত্তরবঙ্গে বৃষ্টি ঝরাবে। তবে বৃষ্টি মোটামুটি শুক্রবার রাত বা শনিবারের মধ্যেই থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহবিদরা। ফলে কালীপুজোর রাত ভালই কাটবে বলে এখনও পর্যন্ত আশাবাদী মানুষজন। উৎসব সারা বছর থাকেনা। তাই উৎসবের কটা দিন সকলেই চান আবহাওয়া সুন্দর থাকুক।

Share
Published by
News Desk

Recent Posts