Kolkata

সপ্তাহ শেষে নামবে পারদ, আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী

গত সপ্তাহের শেষটা বর্ষা ভেজা হয়েই কাটাতে হয়েছে রাজ্যবাসীকে। জোলো হাওয়া, টানা বৃষ্টিতে শীতের দফা রফা হয়েছিল অচিরেই। মেঘলা আকাশের দিকে শ্যেন নজরেই তাকিয়েছিলেন বঙ্গবাসী। ক্ষণিকের অতিথি হয়ে আসা শীতের পথে বাধা হওয়ায় অকাল নিম্নচাপকে যারপরনাই দুষেছেন তাঁরা। তবে সেসব অতীত করে এই সপ্তাহান্ত হয়তো তাঁদের সব আক্ষেপ পুষিয়ে দিতে চলেছে। উত্তুরে শীতল বাতাসে শহরে আসতে চলেছে ভরা শীতের মেজাজ।

বৃহস্পতিবারেও বাতাসে রয়েছে জলীয় বাষ্প। যার জেরে শীত পড়ছে না। বরং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশায় ঢাকছে জেলাগুলি। তবে জলীয় বাষ্প ক্রমশ কমছে। আর তা যত কমবে ততই শীতের রাস্তা পরিস্কার হবে। হাওয়া অফিসের পূর্বাভাস এই সপ্তাহের শেষেই কলকাতা সহ রাজ্যজুড়ে শীত পড়তে চলেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

জাঁকিয়ে কতটা পড়বে তা জানা নেই। তবে ঠান্ডার অনুভূতি যা থাকবে তাতে সোয়েটার গায়ে না চড়িয়ে থাকবে না। বড়দিনের আগে এটা অবশ্যই সকলের জন্য সুখবর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *