Kolkata

মুখ ঘুরিয়ে চিন্তা বাড়াল নিম্নচাপ

ঠিক ছিল ওড়িশা ভাসিয়ে তা ক্রমশ সরবে আরও উত্তরে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে রবিবারের পর থেকে। কিন্তু খেয়াল বদলে এবার মুখ ঘুরিয়ে বঙ্গোপসাগরের ওপর তৈরি গভীর নিম্নচাপ চলল উত্তর-পূর্ব মুখে। ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা হয়ে সে চলে যাবে বাংলাদেশের দিকে। অগত্যা রবিবার থেকে আবহাওয়ার উন্নতি এখন দুরস্ত। বরং হাল আরও বেহাল দশার দিকেই যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মেঘের চাদর আরও পুরু হবে।

এমনিতেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এদিন ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। কোথাও বেশি, কোথাও কম। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা মুখ ঢেকেছে মেঘে। কলকাতাতেও ভোর থেকেই মাঝেমধ্যেই বৃষ্টি নামছে। সেই বৃষ্টি বিকেল গড়ানোর পর আরও বাড়বে বলেই পূর্বাভাস। ফলে শীতের দফারফা। এখন তো যা অবস্থা নিম্নচাপের থেকে কখন রেহাই মিলবে তাই পরিস্কার নয়। আর পরিস্কার হওয়ার পরই যে শীত ফিরবে এমনও নয়। অন্তত আবহবিদরা তো তেমন কোনও আশ্বাস দিতে পারছেন না। নিম্নচাপ কাটার পর কাশ্মীরে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা ফের শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বঙ্গবাসীর কপালের ভাঁজ পুরু হয়েছে। অনেকেরই জিজ্ঞাসা যা চলছে তাতে এবার আদৌ শীত নামক ঋতুটির পরশ মিলবে তো? নাহ, এ প্রশ্নেরও সঠিক উত্তর এই মুহুর্তে কারও কাছে নেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *