শীত শুরু, আরও নামবে পারদ, কতটা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
ঠান্ডা ভাব থাকলেও এতদিন শীত শুরুটা হয়নি। এবার হল। শনিবার থেকে শীতের আনুষ্ঠানিক প্রবেশ ঘটল বাংলায়। এদিন এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে গেল পারদ।
শীতের নাচন শুরু হয়ে গেল। ক্যালেন্ডার বলছে এখনও হেমন্তকাল। অগ্রহায়ণ মাস। কিন্তু শীত বঙ্গে প্রবেশ করে গেল। যেখানে শুক্রবার কলকাতার পারদ ছিল ১৭ ডিগ্রিতে। সেখানে শনিবার তা এক ধাক্কায় নেমে পৌঁছে গেল ১৪.৫ ডিগ্রিতে।
হঠাৎ করে ৩ ডিগ্রি পারদ পতন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে বেগ দিয়েছে। ঝুপ করে ঠান্ডা পড়ে যাওয়ায় সেটা সামাল দিতে রাতারাতি লেপের তলায় আশ্রয় নিয়েছেন অনেকে। গায়ে জড়িয়েছেন মোটা গরম পোশাক।
তবে এখানেই শেষ নয়। পারদ আগামী ২ দিনে আরও নামবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় আগামী দিনে আরও ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে পূর্বাভাস।
এই পতনের পর অবশ্য তার পরের ৫ দিন পর্যন্ত আর পারদ পতনের তেমন সম্ভাবনা নেই। তবে আরও ২ ডিগ্রি পতনের পর যে ঠান্ডা অনুভূত হবে তা শহর কলকাতার মানুষের জন্য ভাল ঠান্ডা বলেই পরিচিত।
এখন বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপের ভ্রুকুটি নেই। আকাশ পরিস্কার। কোথাও মেঘের আনাগোনা না থাকায় উত্তুরে হাওয়া বিনা বাধায় হুহু করে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। ফলে পারদ তরতর করে নামছে। যার ফলে ডিসেম্বরের শুরুতেই শীত শুরু হয়ে গেল।
দক্ষিণবঙ্গে যেখানে ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে আগামী ২ দিনে, উত্তরবঙ্গের জেলাগুলিতে সে সম্ভাবনা নেই। সেখানে আগামী ৭ দিনে তাপমাত্রার তেমন কোনও তারতম্য হবেনা বলেই পূর্বাভাস। রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে অনেক জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।













