জাঁকিয়ে ঠান্ডা, কলকাতায় লাফিয়ে নামল পারদ, ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
জাঁকিয়ে শীতের দিন এসে গেল। কলকাতায় মাত্র ৩ দিনে লাফিয়ে নেমেছে পারদ। এদিকে রাজ্যে ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
![Winter](https://www.nilkantho.in/wp-content/uploads/2018/12/winter.jpg)
মাত্র ৩ দিনে কলকাতার পারদ যেভাবে লাফ দিয়ে নেমেছে তাতে শীতের ধাক্কাটা বেশ জোরেই লেগেছে শহরবাসীর শরীরে। যেখানে সোমবার সর্বনিম্ন পারদ ছি ১৮ ডিগ্রির ঘরে, সেখানে মঙ্গলবার ১৬ হয়ে বুধবার রাতে ১৩ ডিগ্রিতে নামল পারদ। মাত্র ৩ দিনে ৫ ডিগ্রি পতন নেহাত কম নয়। ফলে কলকাতায় লেপ কম্বল, সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলারের দিন শুরু হয়ে গেল।
এদিকে পারদ পতন দক্ষিণবঙ্গ জুড়েই হয়েছে। পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় তো ১০ ডিগ্রির নিচেই ঘুরছে পারদ। আবহাওয়া দফতর পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম, এই ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। শনিবার পর্যন্ত শৈত্য প্রবাহের হলুদ সতর্কতা জারি থাকছে।
উত্তর পশ্চিম ভারতজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। কনকনে হিমশীতল ঠান্ডা বাতাস বয়ে আসছে এ রাজ্যের দিকে। যা প্রথম এসে ধাক্কা দিচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ফলে সেখানে পারদ নামার গতি অনেক বেশি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তার জেরে ঠান্ডা বাড়ছে। ফলে চুটিয়ে ঠান্ডার আমেজ মাত্র ১ দিনের ব্যবধানেই অনুভব করতে শুরু করেছেন কলকাতা সহ আশপাশের জেলার মানুষজন। শহর থেকে গ্রামাঞ্চলে ঠান্ডার পরশ অনেক বেশি।
জাঁকিয়ে ঠান্ডার জন্যই অবশ্য সারাবছর অপেক্ষায় থাকেন মানুষ। ১ থেকে দেড় মাসের এই ঠান্ডার দিনগুলো চুটিয়ে উপভোগ করতে চান তাঁরা।
শীতের পোশাকে শরীর মুড়ে নরম রোদ, শীতের আনাজ, গুড়, মোয়া, নতুন গুড়ের মিষ্টি, পিকনিক, জমিয়ে বেড়ানোর দিনগুলো এবার কার্যত দরজায় কড়া নাড়ছে।