Kolkata

আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস

হাওয়ায় শুকনো টান তৈরি হয়েছে ঠিকই, তবে আকাশে মেঘের আনাগোনাও নজর কাড়ছে। কালীপুজো, ভাইফোঁটা কি তাহলে বৃষ্টিতে ভাসবে? পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

বঙ্গ জীবনে বিশ্বকর্মা পুজোর পরই যে উৎসবের হাওয়া লাগে, তা ভাইফোঁটা দিয়ে মোটামুটি শেষ হয়। তাই উৎসবের শেষে পৌঁছে কালীপুজো ও ভাইফোঁটাটা দারুণভাবে উপভোগ করে আপামর বাঙালি।

উৎসবের একটা বড় অঙ্গ হল আবহাওয়া। রোদ ঝলমলে নীল আকাশ যেমন মনের দিক থেকেও উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তোলে, তেমনই বৃষ্টি ভেজা উৎসবের দিন আনন্দটাই মাটি করে দেয়।

এখন হাওয়ায় শুকনো টান কিছুটা বোঝা গেলেও আকাশে মেঘের আনাগোনা বন্ধ হয়নি। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। তবে কি কালীপুজো, ভাইফোঁটা বৃষ্টিতে ভাসতে চলেছে? এ উদ্বেগ সকলের।

আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ধনতেরাসের দিন ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েক জায়গায় হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

চতুর্দশীর দিন অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া বিরাজ করবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কোথাও কোথাও হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

কালীপুজোর দিনও থাকছে হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ ৬ জেলায় থাকছে এই সম্ভাবনা। কলকাতা ছাড়া হাওড়া, দুই ২৪ পরগনা এবং ২ মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

এরপর অবশ্য তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শুকনো আবহাওয়া থাকবে। ভাইফোঁটায় দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রোদ ঝলমলে হয়েই কাটবে ভাইফোঁটা।

দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৫ জেলায় কালীপুজো ও ভাইফোঁটার দিন সহ আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২ দিনাজপুর ও মালদায় তুলনায় বৃষ্টি কম হবে। তবে কালীপুজোর দিন বৃষ্টি হবেনা, এমনটা নিশ্চিত নয়।

Share
Published by
News Desk