Kolkata

রবিবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল

গত শুক্রবার ভাল বৃষ্টির পর শনিবার তুলনামূলকভাবে পরিস্কার আকাশ। মাঝেমধ্যে হাল্কা বৃষ্টি হয়েছে। তবে তা সমস্যা সৃষ্টির মত নয়। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার হাল্কার ওপর গেলেও রবিবার ফের ভারী বৃষ্টি পেতে চলেছে রাজ্যের প্রায় সব জেলা। সৌজন্যে বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরের সম্ভাবনা ও রাজ্য জুড়ে মৌসুমি বায়ুর অতি সক্রিয়তা। এই জোড়া ফলায় রবিবার ভাল বৃষ্টির সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তার জেরে বৃষ্টির তেজ বাড়বে। এর জেরে দক্ষিণবঙ্গে ভাল বর্ষা হবে বলেই মনে করছেন আবহবিদেরা। পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published.