রাজ্যে শীতের দাপট, শৈত্যপ্রবাহের পূর্বাভাস, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে শীতের দাপট যে ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি পৌঁছে ফিরতে পারে তা আবহবিদদের কাছেও অবাক করা। এদিকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি পৌঁছে এ রাজ্যে বসন্তের হাওয়া বিরাজ করে। সকাল বা রাতের দিকে ঠান্ডার আমেজ থাকলেও সারাদিনে আবহাওয়ায় শীতের ছোঁয়া থাকেনা। কিন্তু এবার প্রকৃতি এ রাজ্যেও খামখেয়ালি। তার আচরণ আবহবিদদেরও অবাক করেছে। চলতি সপ্তাহের শুরুতে যেখানে ক্রমশ বাড়তে বাড়তে কলকাতার সর্বনিম্ন পারদ পৌঁছেছিল ২১ ডিগ্রিতে, সেখানে তা শনিবারে পৌঁছে নেমে গেল ১৪ ডিগ্রির ঘরে।
ফিরে এল শীত। অনেক পরিবারে গরম পোশাক কেচে তুলে দেওয়া শুরু হয়েছিল। তারা ফের সেই পোশাক গায়ে চড়ানো শুরু করেছে। এর মধ্যেই পশ্চিমের জেলাগুলিতে শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রবল। ফেব্রুয়ারিতে পৌঁছে এ রাজ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখে অবাক হচ্ছেন আবহবিদেরাও।
উত্তুরে হাওয়ার দাপট বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তাঁরা। উত্তুরে হাওয়া এখন বিনা বাধায় এ রাজ্যে প্রবেশ করছে। যা এই শীতের ফিরে আসায় ইন্ধন জুগিয়েছে।
এরমধ্যেই আবার আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী বুধ ও বৃহস্পতিবার পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যা দক্ষিণবঙ্গে জোলো ঠান্ডার একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তবে তা কড়া ঠান্ডা নয়। উত্তরবঙ্গেও ঠান্ডা থাকবে। থাকবে কুয়াশা। দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি হতে পারে।