Kolkata

কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কতদিন চলবে সে ইঙ্গিতও দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই এবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। পারদ কতটা বাড়তে পারে, কবে থেকে পরিস্থিতি বদলাবে তাও জানাল হাওয়া অফিস।

গরম যে এবার চৈত্রেই মাত্রা ছাড়া পরিস্থিতিতে পৌঁছে গেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত ১ সপ্তাহে সেই গরমই এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যে ঘরে ঘরে মানুষ গরমে অসুস্থ হয়ে পড়ছেন।

এবার কিন্তু কলকাতার গরম তার স্বাভাবিক চরিত্রে নেই। ঘামের দেখা নেই। শুকনো গরমে পুড়ছে চারধার। অসহ্য গরম লাগছে কিন্তু ঘাম ঝরছে না। যা উত্তর ভারতের গরমের চরিত্র। সেটাই এবার বাংলার পশ্চিম অংশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঢুকে পড়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

যার জেরে অবস্থা ক্রমশ শোচনীয় আকার নিচ্ছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলেই পূর্বাভাস। পারদ থাকবে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি।

এখনই কলকাতা ৪০ ছুঁয়েছে। শুক্রবার ও তারপর আরও বাড়তে পারে পারদ। কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ যাকে সাধারণত লু বলে চিহ্নিত করা হয়ে থাকে, তা বইবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরমধ্যে বৃষ্টির কোনও আশা তেমন নেই।

এমন লু বইবার পরিস্থিতি কলকাতা বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় একটা দেখা যায়না। সোমবারের পর এই ভয়ানক পরিস্থিতিতে বদল আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে তা ঠিক কেমন হবে তা পরিস্কার নয়। মানে বৃষ্টি যে হবেই এমন কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। ফলে এবার চড়কসংক্রান্তি বা পয়লা বৈশাখ অসহ্য গরমেই কাটাতে হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *