Kolkata

কালীপুজোয় ভাল খাবর শোনাল না আবহাওয়া দফতর, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়

কালীপুজো বা দিওয়ালী বা ভাইফোঁটা। সামনের সপ্তাহ জুড়েই প্রায় উৎসবের মেজাজ। কিন্তু সেই মেজাজ চেটেপুটে উপভোগ করায় বড় বাধা হতে পারে আবহাওয়া।

Published by
News Desk

কালীপুজোয় কি বৃষ্টি হবে? এ প্রশ্ন আপামর বঙ্গবাসীর। বছরের এই কটা দিনের অপেক্ষায় তো বসে থাকেন মানুষজন। উৎসবের আনন্দে মেতে ওঠেন তাঁরা।

এবার যা দেখা যাচ্ছে তাতে আগামী শনিবার থেকেই উৎসবের আবহে মেতে উঠবেন সকলে। সোমবার কালীপুজো, দিওয়ালী এবং তারপর ভাইফোঁটা। সামনের সপ্তাহ জুড়েই উৎসব।

কিন্তু উৎসবের আনন্দ ষোলোকলা পূর্ণ করতে পারে যদি আবহাওয়া সঙ্গ দেয়। আর এবার সেখানেই প্রশ্নচিহ্ন। সম্ভাবনা তো আগেই জানা গিয়েছিল, আবহাওয়া দফতর জানিয়েছে বর্ষা বিদায় হলেও উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে।

যা শুক্র ও শনিবারের মধ্যে নিম্নচাপের চেহারা নিয়ে নেবে। সরে আসবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। রবিবার তা আরও শক্তিশালী হয়ে উঠবে।

ফলে এ রাজ্যের আবহাওয়া ওইদিন থেকে বদলাতে শুরু করবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার ওই গভীর নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হতে পারে। ফলে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলীয় জেলাগুলিতে।

মঙ্গলবার যদি তা পশ্চিমবঙ্গমুখী হয় তাহলে বৃষ্টি বাড়বে। তবে ঘূর্ণিঝড়টি এ রাজ্যের দিকেই আসবে কিনা তা এখনও হলফ করে বলতে পারছেন না আবহবিদেরা।

তবে বৃষ্টির একটা সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। সেক্ষেত্রে কালীপুজোয় জল ঢালতে পারে আবহাওয়া। তবে ভাইফোঁটা হয়তো বেঁচে যাবে এই প্রতিকূল আবহাওয়ার হাত থেকে।

Share
Published by
News Desk